Tuesday 11 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অপারেশন ডেভিল হান্ট’ বাগেরহাটে অস্ত্রসহ আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২০ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৫

অস্ত্রসহ আটক দুইজন। ছবি: সারাবাংলা।

বাগেরহাট: ‘অপারেশন ডেভিল হান্টে’ বাগেরহাটে অস্ত্রসহ পাঁচজনকে আটক করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে আটকদের অস্ত্রসহ শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে রোববার রাতে কোস্টগার্ড, নৌ বাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোস্টগার্ড পশ্চিম জোন সদর দফতরের অপারেশন অফিসার লে. কমান্ডার তারেক আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন— আব্দুল হাকিম গাজি (৬৮) ও তার ছেলে মো. হাফিজুর রহমান গাজি (২৫) আটক হয়েছে। তাদেরকে সুন্দরবন সংলগ্ন শ্যামনগরের চকবারা বাজার এলাকা থেকে আটক করা হয়। আটকের পর তাদের দেওয়া তথ্যে ১টি একনলা পাইপগান ও ১৬টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। আটক বাবা-ছেলের বিরুদ্ধে সুন্দরবনে ডাকাতদের সহযোগিতার অভিযোগ রয়েছে।

অপরদিকে, বাগেরহাটের মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের চাঁদপাই এলাকা থেকে আওয়ামী লীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।

তারা হলেন— দুলাল ফকির (৪০), হেলাল ফকির (৩০) ও আমজাদ মোড়ল (৩৫)। তাদের বিরুদ্ধে এলাকায় ঘের দখল, সন্ত্রাসী ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান জানিয়েছেন, সোমবার দুপুরে তাদেরকে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসআর

অপারেশন ডেভিল হান্ট অস্ত্রসহ আটক বাগেরহাট

বিজ্ঞাপন

‘সড়ক দুর্ঘটনা যুদ্ধের চেয়েও ভয়াবহ’
১২ ফেব্রুয়ারি ২০২৫ ০০:১২

৬ জেলায় বিএনপির সমাবেশ আজ
১২ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০০

আরো

সম্পর্কিত খবর