স্ত্রীকে নৃশংস কায়দায় খুন, স্বামীর আমৃত্যু কারাদণ্ড
১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২০ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২০
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে গলা কেটে স্ত্রীকে খুনের মামলায় স্বামীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই রায়ে আদালত আরেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) চট্টগ্রামের অতিরিক্ত মহানগর হাকিম আবদুর রহমানের আদালত এ আদেশ দেন।
দণ্ডিত দুজন হলেন- মো. জামিন (২৪) ও মো. মোস্তফা (২২)। তাদের দুজনেরই বাড়ি কিশোরগঞ্জের নিকলী উপজেলায়।
মামলার নথি পর্যালোচনা করে জানা যায়, ২০২২ সালে রাবেয়ার সঙ্গে জামিনের বিয়ে হয়। তারা চট্টগ্রামের হালিশহর থানার শিশুপল্লী এলাকায় থাকতেন। রাবেয়ার এটা দ্বিতীয় বিয়ে ছিল। এর আগের সংসারে তার দুটি কন্যা সন্তান আছে। জামিনের সঙ্গে বিয়ের পর তাদের মধ্যে দাম্পত্য কলহ লেগেই ছিল। এ নিয়ে একাধিকবার পারিবারিক বৈঠকও হয়েছে। তবে কোনো সমাধান হয়নি। ২০২৩ সালের ১৪ জানুয়ারি রাবেয়াকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে জামিন।
এ ক্ষেত্রে জামিনকে সহযোগিতা করেন রাবেয়ার ছোট বোনের স্বামী মোস্তফা। তিনিও পাশাপাশি বাসায় থাকতেন। ঘটনার পরপরই তারা পালিয়ে যান। এ ঘটনার পরদিন রাবেয়ার বাবা আবদুল মালেক বাদী হয়ে হালিশহর থানায় হত্যা মামলা দায়ের করেন। ১৬ জানুয়ারি জামিন ও মোস্তফাকে গ্রেফতার করে পুলিশ।
মামলার তদন্ত শেষে ২০২৩ সালের ২৪ মে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। ৮ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আজাদ সারাবাংলাকে জানান, স্ত্রীকে খুনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি জামিনকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন। একই রায়ে আদালত তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
এ ছাড়া খুনের সময় জামিনকে সহযোগিতা করার দায়ে আসামি মোস্তফাকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড, ৩০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায়ের তারা দুজনই আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
সারাবাংলা/আইসি/এইচআই