Tuesday 11 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬ বছর পর ওয়ানডেতে উইলিয়ামসনের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪০

অর্ধযুগ পর ওয়ানডেতে সেঞ্চুরি পেলে উইলিয়ামসন

২০১৯ ওয়ানডে বিশ্বকাপে পেয়েছিলেন টানা সেঞ্চুরি। এরপর থেকেই ওয়ানডেতে সেঞ্চুরির দেখা পাননি নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন। অবশেষে দীর্ঘ ৬ বছর পর ওয়ানডে ফরম্যাটে তিন অংকের দেখা পেলেন উইলিয়ামসন। তার দুর্দান্ত এক সেঞ্চুরিতেই ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে কিউইরা।

ইনজুরির কারণে গত বছর জাতীয় দলের হয়ে ওয়ানডে ফরম্যাটে মাঠেই নামতে পারেননি উইলিয়ামসন। ২০১৯ বিশ্বকাপে টানা দুটি সেঞ্চুরি পাওয়া এই ব্যাটার পরের ৫ বছরে সেঞ্চুরির কাছাকাছি গিয়েছিলেন বেশ কয়েকবার। দুইবার ৯০ এর ঘরে পৌঁছে গিয়েও তিন অংক ছুঁতে পারেননি। মাঝের এই সময়টায় ইনজুরির কারণে জাতীয় দলের এই ফরম্যাটে অনিয়মিতই ছিলেন তিনি।

বিজ্ঞাপন

চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিয়েও ছিল দুশ্চিন্তা। তবে সব শঙ্কা দূর করে ত্রিদেশীয় সিরিজ দিয়েই দলে ফিরেছেন উইলিয়ামসন। সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩০৫ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে উইলিয়ামসনের সেঞ্চুরিতেই জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। এই জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালেও উঠে গেছেন তারা।

১৩ চার ও ২ ছক্কায় ১১৩ বলে ১৩৩ রানে অপরাজিত থেকেই দলকে জয়ের বন্দরে নিয়ে যান উইলিয়ামসন। এই সেঞ্চুরি করার সময় দ্বিতীয় দ্রুততম সময়ে ওয়ানডে ফরম্যাটে ৭ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি। উইলিয়ামসন এটি করেছেন ১৫৯ ইনিংসে। ১৫০ ইনিংসে ৭ হাজার রানে এই রেকর্ড দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার।

৯৭ রান করা ডেভিড কনওয়ের সাথে ১৮৭ রানের জুটি গড়ে আরেকটি রেকর্ড গড়েছেন উইলিয়ামসন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেকোনো উইকেটে এটিই নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রানের জুটি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

কেইন উইলিয়ামসন চ্যাম্পিয়নস ট্রফি ত্রিদেশীয় সিরিজ দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড

বিজ্ঞাপন

৬ জেলায় বিএনপির সমাবেশ আজ
১২ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০০

আরো

সম্পর্কিত খবর