Tuesday 11 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়কের পাশ থেকে হাতি শাবক উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১১ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩৮

রাঙ্গামাটির সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া হাতি শাবক। ছবি: সারাবাংলা।

রাঙ্গামাটি: রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় সড়কের পাশ থেকে একটি বুনো হাতির শাবক উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের ওগারী পাড়া চিতাখোলা এলাকা থেকে হাতি শাবকটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, সকাল থেকেই হাতি শাবকটি সড়কের পাশেই একটি খাদে পড়েছিল।

বন বিভাগের রাইখালী রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান বলেন, ‘সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে কয়েকজন পথচারী একটি হাতির শাবক পড়ে থাকতে দেখে আমাদের খবর দেন। এরপর আমাদের একটি দল শাবকটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে।’

বিজ্ঞাপন

বন বিভাগের রাজবিলা রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন বলেন, ‘হাতির শাবকটি বন বিভাগের কর্মীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করেছেন। তবে হাতি শাবকটি উদ্ধার করা হলেও মা হাতির জন্য ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে। এ ২৪ ঘণ্টা পরে আমরা সিদ্ধান্ত নেব শাবকটিকে কোথায় রাখা যায়।’

জানতে চাইলে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সজীব কান্তি রুদ্র বলেন, ‘রোববার থেকে ওগারী পাড়া এলাকায় বুনো হাতি আসছে । বিষয়টি বন বিভাগকেও অবগত করা হয়েছে। একটি হাতির শাবক পড়ে আছে বলে খবর পেয়েছি। উদ্ধারের জন্য বন বিভাগকে জানানো হয়। তারা শাবকটি উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’

সারাবাংলা/এসআর

বন বিভাগ রাঙ্গামাটি হাতি শাবক উদ্ধার

বিজ্ঞাপন

মেলার ১১ম দিনে নতুন বই এলো ৯১টি
১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৯

আরো

সম্পর্কিত খবর