আসামি ধরতে গিয়ে জনতার হামলার মুখে ফেরত এলেন র্যাব সদস্যরা
১০ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০২ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ধর্ষণ মামলার এক আসামিকে ধরতে গিয়ে স্থানীয়দের হামলার মুখে পড়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) সদস্যরা। এ সময় স্থানীয়রা র্যাবের গাড়ি আটকে রেখে সড়ক অবরোধ করে। ফলে আসামিকে কাছে পেয়েও গ্রেফতার না করে ফিরে আসতে বাধ্য হন র্যাব সদস্যরা।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি নিজাম উদ্দিনের নেতৃত্বে একটি দল ধর্ষণ মামলার আসামি জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করতে রাঙ্গুনিয়া পৌরসভার গোডাউন মোড় এলাকায় অভিযান শুরু করেন। খবর পেয়ে স্থানীয় লোকজন সেখানে জড়ো হতে শুরু করেন।
এক পর্যায়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। জনতা সড়ক অবরোধ করে র্যাবের গাড়ি চলাচল আটকে দেয়। তারা র্যাবের গাড়িতে হামলার চেষ্টা করে। এমন পরিস্থিতির মুখে র্যাব সদস্যরা জাহাঙ্গীরকে গ্রেফতার না করে ফিরে যান।
জানতে চাইলে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এ আর এম মোজাফফর হোসেন সারাবাংলাকে বলেন, ‘আমাদের র্যাবের সদস্যরা এক আসামি ধরতে গিয়েছিলেন। আসামিকে প্রায় ধরে ফেলার মুহূর্তে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি বুঝতে পেরে সেখানে যাওয়া র্যাব সদস্যরা ফিরে এসেছেন। আসামিকে গ্রেফতার করা যায়নি।’
তবে এ ঘটনায় র্যাব সদস্য কিংবা স্থানীয় লোকজন কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
সারাবাংলা/আইসি/পিটিএম