Tuesday 11 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় ৯ ইটভাটায় অভিযান, ২২ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪৪

খুলনায় ইটভাটায় পরিবেশ অধিদফতরের অভিযান। ছবি: সারাবাংলা।

খুলনা: খুলনার রূপসায় নয়টি ইটভাটায় অভিযান চালিয়ে ২২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে পরিবেশ অধিদফতর খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় রূপসার অগ্রণী ব্রিকস’র ২ লাখ টাকা, মুন ব্রিকস’র ২ লাখ টাকা, নিশান ব্রিকস’র ২ লাখ টাকা, রোজ ব্রিকস’র ৪ লাখ টাকা, সিটি ব্রিকস-১ এর ২ লাখ টাকা, সিটি ব্রিকস-২ এর ২ লাখ টাকা, এলএসবি ব্রিকস’র ২ লাখ টাকা, এমএনএস ব্রিকস’র ২ লাখ টাকা এবং আজাদ ব্রিকস’র ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

পরিবেশ অধিদফতর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম জানান, পরিবেশ অধিদফতরের উদ্যোগে রূপসায় ৯টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লংঘন করে ইটভাটা পরিচালনা করার অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় খুলনা জেলায় ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

এসময় রূপসা উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, রূপসা থানা ও নৌ পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসআর

ইটভাটায় অভিযান খুলনা জরিমানা

বিজ্ঞাপন

মেলার ১১ম দিনে নতুন বই এলো ৯১টি
১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৯

আরো

সম্পর্কিত খবর