Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩০

পার্বত্য চট্টগ্রামবিষয়ক সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার। ছবি: সংগৃহীত

ঢাকা: আওয়ামী লীগ সরকারের সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সোবহানবাগ থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘একাধিক মামলার আসামি সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার। রাজধানীর সোবহানবাগে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।’

উল্লেখ্য, ছাত্র জনতার আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান দলটির মন্ত্রী ও সংসদ সদস্যরা। এরপর বিভিন্ন সময়ে তাদের অনেকেই গ্রেফতার হয়েছেন। এবার গ্রেফতার হলেন দীপঙ্কর তালুকদার।

সারাবাংলা/এমএইচ/পিটিএম

গ্রেফতার টপ নিউজ দীপঙ্কর তালুকদার