Tuesday 11 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩৬ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০৩

প্রতীকী ছবি। সংগৃহীত

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী শহিদ ফারুক সড়কের একটি বাসায় বিদ্যুতের সুইচ লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়াসিন (২৫) নামে এক যুবক মারা গেছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উত্তর যাত্রাবাডী শহিদ ফারুক রোডের একটি বাসার নিচতলায় ঘটনাটটি ঘটে।

ইয়াসিনকে হাসপাতালে নিয়ে আসা মো. শহিদুল ইসলাম জানান, ইয়াসিনের বাসা যাত্রাবাড়ি মীরহাজিরবাগ এলাকায়। ইলেকট্রিক মিস্ত্রী ছিল ইয়াসিন। একটি বাসায় বৈদ্যুতিক সুইচ লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

সারাবাংলা/এসএসআর/ এইচআই

বিদ্যুতায়িত

বিজ্ঞাপন

মেলার ১১ম দিনে নতুন বই এলো ৯১টি
১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৯

আরো

সম্পর্কিত খবর