তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
১০ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩৭
সরকারি তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কলেজের কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ (অন্তঃক্রীড়া) কমিটির আহ্বায়ক অধ্যাপক তাহমিনা আক্তার। তিনি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের খেলাধুলায় আরও বেশি উৎসাহিত হওয়ার আহ্বান জানান।
প্রতিযোগিতায় পাঁচটি ইভেন্ট অনুষ্ঠিত হয়— ছেলেদের ১০০ মিটার দৌড়, মেয়েদের ১০০ মিটার দৌড়, ছেলেদের রিলে দৌড়, মেয়েদের রিলে দৌড় এবং “যেমন খুশি তেমন সাজ” প্রতিযোগিতা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ রুহুল কুদ্দুস মল্লিক। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের এই অংশগ্রহণ প্রশংসনীয়। তিনি বিজয়ী ও অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান।’
প্রধান অতিথি অধ্যক্ষ শিপ্রা রানী মন্ডল তার বক্তব্যে বলেন, ‘চলমান পরীক্ষার মধ্যেও শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ প্রমাণ করে তাদের উদ্যম ও আগ্রহ।’ তিনি ভাষাশহীদ, ছাত্র আন্দোলনের শহীদ এবং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
উপাধ্যক্ষ ড. মো. মিজানুর রহমান বলেন, ‘খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক ও মানসিক সুস্থতার জন্য অপরিহার্য।’ তিনি ইতিহাসের বিভিন্ন সময়ে দেশের জন্য জীবন উৎসর্গ করা বীরদের স্মরণ করেন এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য ক্রীড়ায় অংশগ্রহণের আহ্বান জানান।
সারাবাংলা/এমআর/এসএইচএস