Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়িতে আগুনে পুড়ল মাদরাসা ও এতিমখানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৩৩ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৩৯

আগুন, প্রতীকী

খাগড়াছড়ি: আগুনে পুড়ে ছাই হয়েছে খাগড়াছড়ির মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসা ও এতিমখানা। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যার আগ মুহূর্তে এ ঘটনা ঘটে।

বৈদ্যুতিক শর্টশার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে জানিয়ে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মো. হারুন বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভাতে সক্ষম হই।’ প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হতে পারে বলে তিনি জানান।

বিজ্ঞাপন

পরে খবর পেয়ে ইসলামিয়া আলিম মাদরাসা ও এতিমখানা পরিদর্শনে যান ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কৌশিক জাহান ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।

মাদ্রাসার অধ্যক্ষ সলিমুল্লাহ জানান, মাদরাসার আসবাবপত্র ও এতিমখানায় থাকা ছাত্রদের পোশাক ও প্রয়োজনীয় বইপত্র সব পুড়ে গেছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

সারাবাংলা/পিটিএম

আগুন এতিম খানা মাদরাসা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর