Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত বান্দরবানের দেবতাখুম

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:২৫ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৫৪

বান্দরবানের দেবতাখুম। ছবি: সংগৃহীত

বান্দরবান: দীর্ঘ দুই বছর বন্ধ থাকা বান্দরবানের রোয়াংছড়ির অন্যতম পর্যটন স্পট দেবতাখুম ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টায় এই স্থানে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এক গণবিজ্ঞপ্তি জারি করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি।

জেলা প্রশাসকের জারিকৃত গণবিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, জেলা আইন-শৃঙ্খলা রক্ষা এবং সমন্বয় সংক্রান্ত কোর কমিটির উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, রোয়াংছড়ি, বান্দরবান পার্বত্য জেলায় গত ১৬ জানুয়ারিতে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১১ ফেব্রুয়ারি হতে দেবতাখুম সকল পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, পাহাড়ে কেএনএফ সন্ত্রাসী কর্মকান্ড ও রুমা, থানচি উপজেলায় ব্যাংক ডাকাতির ঘটনায় নিরাপত্তার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল জেলা প্রশাসন।

সারাবাংলা/এসডব্লিউ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর