Tuesday 11 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ বিভাগে বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে রাতের তাপমাত্রা

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:২৫ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪১

রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে

ঢাকা: শেষ শীতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশের দুই বিভাগে। সেই সঙ্গে ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে রাতের তাপমাত্রা। তবে সপ্তাহ শেষে এই তাপমাত্রা আবার কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।

সেখানে আরও বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বৃষ্টির সম্ভাবনা না থাকলেও শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, সপ্তাহের সময়ের প্রথমার্ধে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

এদিকে উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। যে কারণে দুই বিভাগে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

সারাবাংলা/জেআর/এসডব্লিউ

আবহাওয়া বৃষ্টির সম্ভাবনা

বিজ্ঞাপন

নোয়াখালীতে ট্রাকচাপায় ২ শিশু নিহত
১১ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর