Tuesday 11 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুয়াতেমালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১

আন্তর্জাতিক ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৫ ১০:১৪ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১৯

যাত্রীবাহী বাস খাদে পড়ে যাওয়ার পর এই হতাহতের ঘটনা ঘটে

গুয়াতেমালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৫১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দেশটির একটি হাইওয়ে ব্রিজ পুয়েন্তে বেলিস থেকে যাত্রীবাহী বাস খাদে পড়ে যাওয়ার পর এই হতাহতের ঘটনা ঘটে।

শহরের ফায়ার সার্ভিসের মুখপাত্র মাইনর রুয়ানো জানান, ধ্বংসাবশেষে আটকে পড়া অন্যান্যদের বাঁচানোর প্রচেষ্টা চলছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৫ জন নারী এবং তাদের মরদেহ প্রাদেশিক একটি মর্গে পাঠানো হয়েছে।।

গুয়াতেমালার প্রেসিডেন্ট বার্নার্দো আরেভালো এই ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন এবং উদ্ধার প্রচেষ্টায় সহায়তার জন্য সেনাবাহিনী ও দুর্যোগ মোকাবিলাকারী সংস্থা মোতায়েন করেছেন।

এদিকে, দেশটির কংগ্রেসের প্রেসিডেন্টও সামাজিক মাধ্যমে এ ঘটনাকে হৃদয়বিদারক উল্লেখ করে বলেন, চার ডজনেরও বেশি গুয়াতেমালাবাসী দৈনন্দিন জীবিকার সন্ধানে গিয়ে প্রাণ হারিয়েছেন।

গুয়াতেমালা সিটির মেয়র রিকার্ডো কুইনোনেজ বলেন, ঘটনাস্থলে জরুরি সেবা মোতায়েন করা হয়েছে ও ট্রাফিক পুলিশ দুর্ঘটনা কবলিত এলাকায় যান চলাচল রোধে বিকল্প পথ তৈরিতে কাজ করছে।

 

সারাবাংলা/এসডব্লিউ

গুয়েতেমালা বাস খাদে পড়ে নিহত ৫১ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর