Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্যামপুরে ২ ঘণ্টার আগুনে জুতার কারখানা পুড়ে ছাই

স্টাফ করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৫ ১০:২৯ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১৭

ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় দুই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে

ঢাকা: রাজধানীর শ্যামপুরে একটি জুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় দুই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ভোর ৫টায় আমাদের কাছে সংবাদ আসে, শ্যামপুরে একটি পুরাতন স্যান্ডেলের রিসাইক্লিং কারখানায় আগুন লেগেছে। খবর পাওয়ার পর ৫টা ৮ মিনিটে আমাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে একে একে আরও ছয়টি ইউনিট পৌঁছায়। সর্বশেষ সকাল ৭টা ১৮ মিনিটে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় ২ ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।’

বিজ্ঞাপন

আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ‘প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুনে কারখানার সব কাঁচামাল পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদ আমাদের কাছে আসেনি।’

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ