Tuesday 11 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে ট্রাকচাপায় ২ শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৩১ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১৭

নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলায় ট্রাকচাপায় আরাফাত হোসেন (৮) ও আসমা বেগম (৮) নামে দুই শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার চরমটুয়া ইউনিয়নের বৈকন্ঠপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরাফাত হোসেন চরমটুয়া ইউনিয়নের বৈকন্ঠপুর গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে এবং ফরিদাবাদ গ্রামের আবুল কালামের মেয়ে আসমা বেগম। তারা দুই জন সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই বোন এবং দুই জন বৈকন্ঠপুর ফরিদাবাদ কোয়ালিটি ইডুকেশন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকাল ৯টার দিকে আসমার বাবা আবুল কালামের বাইসাইকেলে করে স্কুলে যাচ্ছিল আসমা ও আরাফাত। তাদের সাইকেলটি মাইজদী-চরমটুয়া সড়কে পৌঁছালে মাইজদী থেকে ছেড়ে আসা দ্রুত গতির একটি মালবাহী ট্রাক তাদের সাইকেলকে সামনে থেকে চাপা দেয়। এতে সাইকেলটি ধুমড়ে মুছড়ে গিয়ে সাইকেলে থাকা তিন জন সড়কে ছিটকে পড়ে এবং ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আরাফাত ও আসমা নিহত হয়। গুরুত্বর অবস্থায় আবুল কালামকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পুলিশ গাড়িটি আটক করতে সক্ষম হলেও চালক পালিয়েছে।

সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/ইআ

ট্রাকচাপায় নিহত নোয়াখালী

বিজ্ঞাপন

মেলার ১১ম দিনে নতুন বই এলো ৯১টি
১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৯

আরো

সম্পর্কিত খবর