Tuesday 11 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউএনডিপিসহ ১৮ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ইসি

স্টাফ করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪৪ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:২৩

জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপিসহ ১৮টি উন্নয়ন সহযোগীর সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন (ইসি)।

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ইস্যুতে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপিসহ ১৮টি উন্নয়ন সহযোগীর সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

‎মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে অন্য কমিশনাররা উপস্থিত আছেন। এরইমধ্যে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে প্রযুক্তিগত ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে ইউএনডিপি।

বিজ্ঞাপন

‎জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কমিশনের প্রস্তুতির বিষয়ে জানতে বিদেশিদূতদের এ বৈঠকে আলোচনার কথা রয়েছে। যদিও বর্তমান কমিশন দায়িত্ব নেওয়া পর থেকেই জানিয়ে আসছে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার নির্দেশিত সময় অনুযায়ী কাজ করছে ইসি।

‎বৈঠকের পর ইসির পক্ষ থেকে ব্রিফ করে বিস্তারিত জানানো হবে বলে জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

‎উল্লেখ্য, ইউএনডিপি ইতোমধ্যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে কারিগরি সহযোগিতা দিচ্ছে। হার্ডওয়্যার, সফটওয়্যার, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, যোগাযোগ, এসডিজির লক্ষ্যমাত্রা আছে, সেগুলোতে সহায়তা করবে ইউএনডিপি। ইউরোপীয় ইউনিয়নসহ আরও কয়েকটি দেশ আগামী নির্বাচনে সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে সংস্থাটি।

সারাবাংলা/এনএল/ইআ

ইউএনডিপি ইসির বৈঠক নির্বাচন কমিশন (ইসি)

বিজ্ঞাপন

মেলার ১১ম দিনে নতুন বই এলো ৯১টি
১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৯

আরো

সম্পর্কিত খবর