Tuesday 11 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপারেশন ডেভিল হান্ট: সুনামগঞ্জে আটক ৭

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫৭

অপারেশন ডেভিল হান্টে সুনামগঞ্জে আটক ৭ জন

সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে জেলার বিভিন্ন থানা কর্তৃক পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় সাত জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- মো. শাহান উদ্দিন (৩৩), শান্তিগঞ্জ থানার বগলাকাড়া গ্রামের বাসিন্দা। তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। মো. রমজান আলী (৬০), সুনামগঞ্জ সদর থানাধীন মঙ্গলকাটা গ্রামের বাসিন্দা। তিনি জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। মো. খোকন মিয়া (৪০), মধ্যনগর থানার রৌহা গ্রামের বাসিন্দা। তিনি বংশীকুন্ডা দক্ষিণ ইউপির ৪নং ওয়ার্ড কমিটির শ্রমিক লীগের সভাপতি। মো. কামরুল হাসান তেরা মিয়া (৪০), জগন্নাথপুর থানার কেশবপুর গ্রামের বাসিন্দা। তিনি জগন্নাথপুর পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের দফতর সম্পাদক। মো. আকরামিন হোসেন (২১), তাহিরপুর থানার সোলেমানপুর গ্রামের বাসিন্দা। তিনি দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি। জানে আলম (২৮), ছাতক থানার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা। তিনি ইসলামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। আবুল কালাম আজাদ (৪০), সুনামগঞ্জ সদর থানাধীন ঘাসিগাঁও গ্রামের বাসিন্দা। তিনি জাহাঙ্গীরনগর ইউনিয়নের সাবেক যুবলীগের আহ্বায়ক।

বিজ্ঞাপন

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান চলমান থাকবে।

সারাবাংলা/এসডব্লিউ

অপারেশন ডেভিল হান্ট আটক সুনামগঞ্জ

বিজ্ঞাপন

মেলার ১১ম দিনে নতুন বই এলো ৯১টি
১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৯

আরো

সম্পর্কিত খবর