Tuesday 11 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপারেশন ডেভিল হান্ট: সিরাজগঞ্জে আটক ১০

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩০

সিরাজগঞ্জ: অপারেশন ডেভিল হান্টের অভিযানে তিন দিনে সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় ১০ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাত থেকে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক এমপি চয়ন ইসলাম (৬৩) তার দ্বিতীয় স্ত্রী জোৎস্না খানম (৫৫), উল্লাপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও একই ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম (৫০), তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন (৪৫), উল্লাপাড়ার বাঙ্গালা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলার রহমান (৪৯), কাজিপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সুমন রেজা (২৪), রায়গঞ্জের জাহাঙ্গীর আলমের ছেলে মিলন শেখ (৪৫), শাহজাদপুর উপজেলার বাদশা আকন্দের ছেলে আরিফুল ইসলাম বিপুল (৫০) সঙ্গলা থানার ঘুড়কা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক শরিকুল ইসলাম ওরফে রোকন (৪১)সহ আরও ১০ জন।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামছুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারদের নামে চাঁদাবাজি, বিস্ফোরণসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। সারাদেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। বর্তমানে তারা জেলা কারাগারে রয়েছেন।

সারাবাংলা/এসডব্লিউ

অপারেশন ডেভিল হান্ট আটক সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর