খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৯
১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৯
খুলনা: খুলনায় সড়ক দুর্ঘটনায় তপন সাহা (৫৫) নামে এক মুড়ি বিক্রেতা নিহত হয়েছেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে নগরীর আড়ংঘাটা থানাধীন লতা বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।
নিহত তপন ডুমুরিয়া উপজেলার মধুগ্রামের জনৈক ধীরেন্দ্র নাথ সাহার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে মুড়ি বিক্রেতা তপন আড়ংঘাটা থানাধীন লতার বাইপাস সড়কের সাইড দিয়ে যাচ্ছিলেন। এমন সময়ে একটি দ্রুতগামী ট্রাক তাকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর লুটিয়ে পড়েন। তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তুহিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সারাবাংলা/এসডব্লিউ