Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তিপণের জন্য ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৮

গ্রেফতার নিজাম উদ্দিন রাসেল।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরী থেকে এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় এক অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোরে নগরীর কর্ণেলহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার ওই অপহরণকারীর নাম নিজাম উদ্দিন রাসেল (৩০)।

পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আজাদ সারাবাংলাকে জানান, সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে নগরীর এ কে খান মোড় থেকে সিরাজুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে অপহরণকারীরা। এরপর তারা সিরাজের পরিবারের সদস্যদের মোবাইলে কল দিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবী করেন। পরে ভিকটিমের পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযানে নামে।

বিজ্ঞাপন

অপহরণকারীরা দুটি সিএনজি নিয়ে ওই ব্যবসায়ীকে নগরীর কাট্টলী সাগরপাড় ও কর্ণেলহাট এলাকায় ঘুরাঘুরি করছিলেন। পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করলে অপহরণকারীরা বিষয়টি টের পেয়ে সিরাজকে গাড়ি থেকে ফেলে দিয়ে পালিয়ে যান। পরে পুলিশ অভিযান চালিয়ে এক অপহরণকারীকে গ্রেফতার করে। বাকিদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

সারাবাংলা/আইসি/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর