Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিস্ফোরক মামলায় সাবেক এমপি চয়ন ও তার স্ত্রী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৯ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০১

সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ: চাঁদাবাজি ও বিস্ফোরক মামলায় সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম ও তার স্ত্রী জোসনা খানমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে শাহজাদপুর চৌকি আদালতে স্ত্রীসহ চয়ন ইসলামকে হাজির করলে তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চাঁদাবাজি ও বিস্ফোরক মামলায় চয়ন ইসলামকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। পরে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, গত রোববার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চয়ন ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী জোসনা খানমকে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন টেপিরবাড়ি গ্রামের আত্মগোপনে থাকা এক আত্মীয়ের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে শাহজাদপুর থানায় দুটি চাঁদাবাজি মামলা রয়েছে। সোমবার তাকে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়।

সারাবাংলা/পিটিএম

কারাগার চয়ন ইসলাম টপ নিউজ সাবেক এমপি স্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর