Wednesday 12 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপারেশন ডেভিল হান্ট: চুয়াডাঙ্গায় গ্রেফতার ৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩০

গ্রেফতারকৃতদের মধ্যে পাঁচ জন

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ১২টা পর্যন্ত জেলার পাঁচটি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়ীয়া গ্রামের আজিজুল হকের ছেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য সাঈদ আহম্মেদ উৎস (২৫), আলমডাঙ্গা উপজেলার বারাদী গ্রামের মকবুল হোসেনের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাসুজ্জামান (৪০), একই উপজেলার জামজামি ইউনিয়নের মরহুম বিশারত আলীর ছেলে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম (৩৫), একই উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের ইখতার আলী মন্ডলের ছেলে ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম (৩৭), দামুড়হুদা উপজেলার মুক্তারপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আলী (৪৪), জীবননগর উপজেলার নিধিকুন্ডপুর গ্রামের ইয়াছিনের ছেলে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রাশেদ মিয়া (৫০) এবং দর্শনা থানার কৃষ্ণপুর বোয়ালমারী পাড়ার মরহুম জাফর আলীর ছেলে ইউনিয়ন যুবলীগের সহ-সম্পাদক সালাউদ্দীন (৩৩), কুন্দিপুর গ্রামে সৈয়দ আলীর ছেলে নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সম্পাদক জামাল উদ্দীন (৫৫) ও ডিহিকৃষ্ণপুর গ্রামের রমজান মন্ডলের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুল ইসলাম (৪৬)।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতাকৃতদের বিরুদ্ধে জেলার পাঁচটি থানায় বিস্ফোরকসহ বিভিন্ন মামলা রয়েছে।’

সারাবাংলা/এইচআই

অপারেশন ডেভিল হান্ট চুয়াডাঙ্গা

বিজ্ঞাপন

ডিএনসিসির নতুন প্রশাসক মোহাম্মদ এজাজ
১২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৩

ভাঙা ট্রলিই সচল রেখেছে বেলালের জীবন
১২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৩

আরো

সম্পর্কিত খবর