Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈষম্যবিরোধী আন্দোলন দমনে অগ্রণী ভূমিকা পালনকারী যুবলীগ কর্মী রিংকু গ্রেফতার

স্পেশাল করেসপডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৬

অস্ত্রধারী সন্ত্রাসী রিপন আহম্মেদ রিংকুকে গ্রেফতার করেছে যৌথবাহিনী

ঢাকা: রাজধানীর মিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা-১৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের একান্ত সহযোগী, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন দমনে অগ্রণী ভূমিকা পালনকারী, যুবলীগের সক্রিয় সদস্য, অস্ত্রধারী সন্ত্রাসী রিপন আহম্মেদ রিংকুকে (৩০) গ্রেফতার করেছে যৌথবাহিনী।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে মিরপুর-২ নম্বরের এফ ব্লক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, সোমবার বিকেলে গোপন সংবাদের মাধ্যমেপ্রাপ্ত তথ্যের ভিত্তিতে মিরপুর-২ নম্বরের এফ ব্লক এলাকায় অভিযান পরিচালনা করে রিপন আহম্মেদ রিংকুকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রিংকু সাবেক এমপি মাইনুল হোসেন নিখিলের একান্ত সহযোগী এবং মিরপুর এলাকার কিশোর গ্যাং এর অন্যতম নিয়ন্ত্রণকারী ও অস্ত্রধারী সন্ত্রাসী।

থানা সূত্র আরও জানায়, রিপন আহম্মেদ রিংকু মিরপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অগ্রণী ভূমিকা পালন করেছিল। মিরপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন দমনে ও হত্যাকাণ্ডের সঙ্গে তার প্রত্যক্ষভাবে জড়িত থাকার বিষয়ে সচিত্র ভিডিও ফুটেজ পাওয়া গেছে।

গ্রেফতারের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সারাবাংলা/ইউজে/এইচআই

যুবলীগ কর্মী রিপন আহম্মেদ রিংকু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর