খুলনায় শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও যুব মহিলা লীগের নেত্রী আটক
১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৩ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০১
খুলনা: খুলনায় মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি জাহিদ হোসেন খান (৫০) ও নগরীর ২৫নম্বর যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক কাজী ফৌজিয়া আহম্মেদ নুপুরকে (২৯) আটক করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহা. আহসান হাবীব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সোমবার দিবাগত রাতে খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করে।
কেএমপি সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে খুলনা মহানগর ডিবি সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান পরিচালন করে ভোর ৪টায় কাজী ফৌজিয়া আহম্মেদ নুপুরকে নিজ বাসা থেকে এবং রাত সাড়ে ৩টার দিকে মো. জাহিদ হোসেন খানকে আটক করে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
সারাবাংলা/এইচআই
কাজী ফৌজিয়া আহম্মেদ নুপুর খুলনা জাহিদ হোসেন খান যুব মহিলা লীগ শ্রমিক ইউনিয়ন