Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেলের লরি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির শো-রুমে, পথচারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৫

প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর ভাটারা নতুনবাজার এলাকায় তেলের লরি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির শো-রুমে ঢুকলে পথচারী এক যুবক নিহত হয়েছেন। যুবকের বয়স আনুমানিক ২৬ বছর।

মঙ্গলবার (১১ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে নতুনবাজার বারিধারা জে-ব্লকে ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় ওই যুবককে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক বিকেল পৌনে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

পথচারী হৃদয় বলেন, ‘দুপুর আনুমানিক ২টার দিকে তেলের একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে একটি শো-রুমে ঢুকে পড়ে। এর পর ফুটপাতে ওই যুবককে আহত অবস্থায় পরে থাকতে দেখি। পরে ভাটারা থানা পুলিশ ওই যুবককে হাসপাতালে নিয়ে যেতে বলে। প্রথমে তাকে স্থানীয় উপশম হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে মারা যায়। তবে ওই যুবকের পরিচয় জানতে পারিনি।’

ভাটারা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশরাফুল ইসলাম রিপন বলেন, ‘দুপুরে বাড্ডাগামী পদ্মা ওয়েল কোম্পানির একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুরাতর গাড়ির শো-রুমে ঢুকে যায়। এতে এক পথচারী চাপা পড়েন। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়। তবে ঘটনার পর পরই তেলের লরিটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

গাড়ির শো-রুম টপ নিউজ পথচারী নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর