Tuesday 11 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৩

মনিরুজ্জামান জুনকে গ্রেফতার করেছে সৈয়দপুর থানা পুলিশ

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নাশকতার অভিযোগে বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জুনকে গ্রেফতার করেছে সৈয়দপুর থানা পুলিশ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামের নুর ইসলাম ২০২৪ সালের ৪ আগস্ট সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড়ে গুলিবিদ্ধ হন। এ ঘটনায় নুর ইসলাম নিজে বাদী হয়ে ৬ সেপ্টেম্বর সৈয়দপুর থানায় ৬৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন (মামলা নং-৪)। মামলায় মনিরুজ্জামান জুন ২ নম্বর আসামি হিসেবে নাম উল্লেখ থাকায় তাকে অপারেশন ডেভিল হান্ট-এর আওতায় গ্রেফতার করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মেহেদী হাসান খান মারুফ জানান, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু বকর সিদ্দিকীর নেতৃত্বে অভিযান চালিয়ে মনিরুজ্জামান জুনকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে নীলফামারী জেলা হাজতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এইচআই

ইউপি চেয়ারম্যান গ্রেফতার নীলফামারী মনিরুজ্জামান জুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর