Tuesday 11 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬ মাসে ভ্যাট নিবন্ধন বেড়েছে ২৬ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৯ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০০

জাতীয় রাজস্ব বোর্ড। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: জুলাই-আগস্টের ধাক্কা সামলে গত ৬ মাসে দেশে ভ্যাট নিবন্ধন বেড়েছে ২৬ শতাংশ। পরবর্তী ৬ মাসে তা ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এনবিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই-আগস্টের ধাক্কা সামলে নতুন ভ্যাট নিবন্ধন প্রদানে গত ৬ মাসে ২৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যদিও আগস্টে ভ্যাট নিবন্ধন কমেছিল ২৫ শতাংশ। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ অনুযায়ী ভ্যাটের আওতা বাড়ানো এবং নতুন নতুন ভ্যাট দাতাকে ভ্যাট নেটে অর্ন্তভুক্তরণের লক্ষ্যে এনবিআরের বর্তমান চেয়ারম্যান নানা ধরণের উদ্যোগ নিয়েছেন। তিনি দায়িত্ব নেওয়ার পর ছয় মাসে বিগত একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেশি প্রতিষ্ঠানকে নতুন নিবন্ধন প্রদানের মাধ্যমে ভ্যাট নেটে অর্ন্তভূক্ত করা সম্ভব হয়েছে।

আরও জানানো হয়, ২০২৩ সালের আগস্টে নিবন্ধন সংখ্যা ছিল ৫ হাজার ৬৪৪, তবে ২০২৪ সালের আগস্টে তা কমে দাঁড়ায় ৪ হাজার ২২৮ এ। অর্থাৎ একই সময়ের তুলনায় নতুন নিবন্ধন সংখ্যা ২৫ শতাংশ কমে যায়। বিভিন্ন উদ্যোগের ফলে পরবর্তী ছয় মাসে অর্থাৎ ২০২৪ সালের আগস্ট থেকে নতুন বছরের জানুয়ারি সময়ে নতুন নিবন্ধনের হার ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নতুন ভ্যাট নিবন্ধন বৃদ্ধির লক্ষ্যে এনবিআর ইতোমধ্যে ভ‍্যাটযোগ‍্য বার্ষিক টার্নওভার সীমা ৩ কোটি টাকা থেকে কমিয়ে ৫০ লাখ টাকা নির্ধারণ করেছে। ৩০ লাখ টাকা পর্যন্ত ভ‍্যাটমুক্ত ও ৫০ লাখ টাকা পর্যন্ত টার্নওভারের আওতায় রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভ‍্যাট নেট বৃদ্ধিতে এনবিআরে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমান ধারা অব‍্যাহত থাকলে পরবর্তী ছয়মাসে নতুন নিবন্ধন সংখ্যা ৫০ শতাংশে উন্নীত করার প্রত‍্যাশা এনবিআরের।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/ইআ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভ্যাট নিবন্ধন

বিজ্ঞাপন

‘সড়ক দুর্ঘটনা যুদ্ধের চেয়েও ভয়াবহ’
১২ ফেব্রুয়ারি ২০২৫ ০০:১২

৬ জেলায় বিএনপির সমাবেশ আজ
১২ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০০

আরো

সম্পর্কিত খবর