সংস্কার করতে হবে নির্বাচিত সরকারের অধীনে: চসিক মেয়র
১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৯ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৩
‘অ্যাডভান্সড ন্যাশনালিস্ট ফর ডেমোক্রেসি (এএনডি)’ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে চসিক মেয়র ডা. শাহাদাত। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো: জনগণের ভোটে নির্বাচিত সরকারের অধীনে সংস্কার করতে হবে বলে মত দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর লালদিঘীর পাড়ে চসিক লাইব্রেরি মিলনায়তনে গবেষণাধর্মী সংগঠন ‘অ্যাডভান্সড ন্যাশনালিস্ট ফর ডেমোক্রেসি (এএনডি)’ আয়োজিত এক মুক্ত আলোচনা অনুষ্ঠানে মেয়র একথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘সংস্কার হচ্ছে একটি অন্তহীন প্রক্রিয়া। যতদিন দেশ থাকবে, ততদিন সংস্কার চলমান থাকবে। নির্বাচনের মাধ্যমে যদি একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়, তাদের কাছে যে শক্তি, সাহস ও দক্ষতা থাকবে, তা দিয়ে অনেক সমস্যার সমাধান করা সম্ভব। যেগুলো এই সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না। সুতরাং সংস্কারও করতে হবে একটি জনগণের ভোটে নির্বাচিত সরকারের অধীনে।’
তিনি বলেন, ‘বিএনপি আগামীতে রাষ্ট্রক্ষমতায় গেলে কী কী সংস্কার করবে, সেজন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রণয়ন করেছেন। বিএনপি এই ৩১ দফার মাধ্যমেই রাষ্ট্র সংস্কার করবে। আমি বলব, সবাই ৩১ দফা সম্পর্কে জানুন। বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।’
চবি ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক ও এএনডি সদস্য হাসান আহমেদের সভাপতিত্বে এবং সাবেক ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক মো. ইকবাল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- চবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মো. ইয়াসিন, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন মিজবাহ, চবি খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শাফায়েত হোসেন, এএনডির সদস্য লামিয়া লাবিবা, মাহবুবুল হাসান, আমান উল্লাহ, রাকিবুল হাসান, শাহাব উদ্দিন, মিনহাজুর রহমান, হুমায়ুন কবির, রাকিবুল কাদের নিয়ন, আইনুল হোসেন সাগর, নেসার উদ্দিন।
সারাবাংলা/আরডি/পিটিএম