Tuesday 11 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপারেশন ডেভিল হান্টে বরিশালে গ্রেফতার ১৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৯

বরিশাল: বরিশালে অপারেশন ডেভিল হান্টে ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিনভর বরিশাল নগরী ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার সবাই আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের বিরুদ্ধে মামলা রয়েছে।

বরিশাল জেলা পুলিশ সুপার শরিফ উদ্দিন বলেন, ‘দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অপারেশন ডেভিল হান্ট চলমান রয়েছে। আজ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।’

বিজ্ঞাপন

বরিশাল মহানগর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘একই সময়ে বরিশাল নগরী থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।’

এদিকে বিকেলে নগরীর কীর্তনখোলা নদী সংলগ্ন রসুলপুর চরের বস্তিতে এই অভিযান চালানো হয়। এ সময় বেশ কয়েকটি ঘরে তল্লাশি চালানো হয়। তবে তাৎক্ষণিক কিছু পাওয়া যায়নি।

সারাবাংলা/এইচআই

অপারেশন ডেভিল হান্ট বরিশাল

বিজ্ঞাপন

৬ জেলায় বিএনপির সমাবেশ আজ
১২ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০০

আরো

সম্পর্কিত খবর