Tuesday 11 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশীয় চাহিদা মিটিয়ে এলএসডি টিকা রফতানি হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট 
১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩২ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩৮

উদ্ভাবিত লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) ভ্যাকসিন সিড হস্তান্তর অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

ঢাকা: দেশীয় চাহিদা মিটিয়ে ভবিষ্যতে লাম্পি স্কিন ডিজিসের (এলএসডি) টিকা রফতানি করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, লাম্পি স্কিন ডিজিসের (এলএসডি) বিষয়ে খামারিদের সচেতন করার পাশাপাশি প্রতিষেধক উৎপাদনে কার্যকরি পদক্ষেপ নেওয়া হবে। দেশীয় চাহিদা মিটিয়ে ভবিষ্যতে এই টিকা রফতানি করা হবে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) কর্তৃক বাস্তবায়িত ‘জুনোসিস এবং আন্তঃসীমান্তীয় প্রাণিরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ গবেষণা’ শীর্ষক উন্নয়ন প্রকল্পের আওতায় উদ্ভাবিত লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) ভ্যাকসিন সিড হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, লাম্পি স্কিন ডিজিজ আন্তঃসীমান্তীয় প্রাণিরোগ। আর এ রোগে মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আক্রান্ত হচ্ছে। গবাদি পশুর এই রোগে কি পরিমাণ ক্ষতি হচ্ছে তা দ্রুত নিরুপণ করতে হবে।
গবেষণা ও পরীক্ষাগারগুলোর সক্ষমতা বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে নতুন নতুন রোগ জীবাণুর আক্রমণ হচ্ছে। এজন্য সরকার বিজ্ঞানীদের প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত।

উপদেষ্টা বলেন, আক্রান্ত গরুর মাংস খেলে মানুষের কোনো ক্ষতি হবে কিনা তা প্রাণিসম্পদ কর্মকর্তাদের এলএসডি রোগের বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যেতে হবে।

সভায় বক্তারা বলেন, প্রতি বছর লাম্পি স্কিন ডিজিজে প্রাণিসম্পদ খাতের মারাত্মক আর্থিক ও বাণিজ্যিক ক্ষতি হচ্ছে। এ ছাড়া বিদেশি ভ্যাকসিন আমদানি করা অত্যন্ত ব্যয়বহুল ও বাজারেও তা অপ্রতুল। এ ক্ষেত্রে বিএলআরআই উদ্ভাবিত ভ্যাকসিনটি স্বল্পমূল্যে সহজলভ্য করা সম্ভব।

বিজ্ঞাপন

বিএলআরআই এর মহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগম প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক ড. এ বি এম মুস্তানুর রহমান। এলএসডি ভ্যাকসিনের বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএলআরআই এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ট্রান্সবাউন্ডারি এ্যানিমেল ডিজিজ রিসার্চ সেন্টারের দফতর প্রধান ড. মুহাম্মদ আবদুস সামাদ। মূল প্রবন্ধ উপস্থাপনের পর বিশেষজ্ঞ আলোচনায় অংশ নেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডীন প্রফেসর ড. মো. বাহানুর রহমান এবং বাংলাদেশ সিস্টেমস স্ট্রেন্থেনিং ফর ওয়ান হেলথ-এর চীফ অফ পার্টি প্রফেসর ড. নিতীশ চন্দ্র দেবনাথ।

এর আগে উপদেষ্টা বিএলআরআই কর্তৃক উদ্ভাাবিত লাম্পি স্কিন ডিজিজ (LSD) ভ্যাকসিনটি বাণিজ্যিকভিত্তিতে উৎপাদন ও খামারি পর্যায়ে সম্প্রসারণের লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদফতরের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এ সময় ভ্যাকসিনবিষয়ক একটি দ্বিপাক্ষীয় সমঝোতা স্মারক সই এবং ভ্যাকসিনটির প্রোডাকশন ম্যানুয়ালের মোড়ক উন্মোচন করা হয়।

সারাবাংলা/ইএইচটি/এইচআই

এলএসডি টিকা প্রাণিসম্পদ উপদেষ্টা বিএলআরআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর