Tuesday 11 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাগর-রুনির বিচার দাবিতে কমিটি গঠন করে মাঠে নামবে সাংবাদিকরা

সিনিয়র করেসপন্ডেন্ট 
১১ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৪

সাগর-রুনির হত্যার বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নেতারা

ঢাকা: সাংবাদিক সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমা দিতে আলটিমেটাম দিয়েছে পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। আগামি ২ মার্চের মধ্যে এই হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমা না দেওয়া হলে সংগ্রাম কমিটি গঠন করে কঠোর আন্দোলনে নামার ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সাগর-রুনির হত্যার বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নেতারা এসব কথা বলেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেবে ডিআরইউ।

বিজ্ঞাপন

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন বলেন, ‘আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট ছিল। তারা এই মামলা ভিন্ন খাতে প্রবাহিত করেছে। আমরা আশা করছি এখন বিচার পাব। যদি বিচার না পাই, আপনারা মনে রাখবেন, আমরা কেয়ামত পর্যন্ত বিচার দাবি করে যাব। আগামী ২ মার্চ তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে। যদি দাখিল করা না হয়, তাহলে আমরা সংগ্রাম কমিটি গঠন করে মাঠে নামবো। আগামীকাল আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি দেব। যারা এই বিচারের নামে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে তাদেরও বিচারের মুখোমুখি করবে এই সাংবাদিক সমাজ।’

ডিআরইউ সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বলেন, ‘ফ্যাসিস্ট সরকার পরিকল্পিতভাবে এ বিচার করেনি। বারবার এড়িয়ে গেছে। তারা র‌্যাবকে দিয়ে নাটক করেছে। ওই সংস্থা সাড়ে ১২ বছরে তদন্ত দিতে পারেনি। এখন আমরা আশা করি পিবিআই ঠিক সময়ে তদন্ত প্রতিবেদন দেবে। এ সরকার সাংবাদিকদের এতোবড় দুর্ঘটনা নিয়ে কোনো কালক্ষেপন করবে না।’

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন বলেন, ‘এত দিনের এতো আন্দোলন ও সংগ্রামের পরেও এ হত্যাকাণ্ডের কোনো অগ্রগতি হয়নি। কারণ ওই সময় সরকার জানতো তাদের নাম এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে যাবে। কারণ তারাই জড়িত ছিল। এবার এ আন্দেলনের বিচার না হলে প্রেস ক্লাব, ডিআরইউ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নসহ সকল সাংবাদিক সংগঠন নিয়ে বৃহৎ সংগ্রাম কমিটি হবে।’

বিজ্ঞাপন

বক্তারা আরও বলেন, এ হত্যাকাণ্ডের ১৩ বছর পূর্ণ হয়েছে। তারপরেও এ হত্যাকাণ্ডের কোনো তদন্ত হয়নি। এ সময় তদন্তকারী সংস্থা র‍্যাব আদালতে তদন্ত প্রতিবেদন দেওয়া নিয়ে কেবল সময়ই চেয়েছে, কালক্ষেপণ করে মামলা ভিন্নখাতে প্রবাহিত করা হয়েছে। কারণ এ হত্যার সঙ্গে সাবেক ফ্যাসিষ্ট সরকারের অনেকে জড়িত ছিল।’

ডিআরইউ’র প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সহ-সভাপতি আজমল হক হেলাল বলেন, ‘কমিটি আসে, কমিটি যায়। সরকার আসে, সরকার যায়। সাগর রুনির হত্যার বিচার ফাইল বন্দিই থাকে। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, গত ১৫ বছর আওয়ামী সরকার সাগর রুনি হত্যাকাণ্ডকে পূঁজি করেছে। মামলার চার্জশিটও দেয়নি। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার বিশ্বজুড়ে নন্দিত, এই হত্যার আসামিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। সাংবাদিকরা জাতির বিবেক, আপনি এই কাজটি করে বিবেক বন্ধু হিসাবে আরেকটি খেতাব অর্জন করবেন।’

এ সময় ডিআরইউ এর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় ডিআরইউ এর সাবেক ও বর্তমান কমিটির নেতারা বক্তব্য রাখেন।

সারাবাংলা/ইএইচটি/এইচআই

ডিআরইউ সাগর-রুনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর