Tuesday 11 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্মসূচি চালিয়ে যাবেন নিয়োগ বঞ্চিত শিক্ষকরা

স্টাফ করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫৯ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০৯

কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ বঞ্চিত সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা

ঢাকা: সচিবালয়ে দাবি নিয়ে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ বঞ্চিত সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার পর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সচিবালয়ে যাওয়া ৬ সদস্যের প্রতিনিধি দলের একজন জান্নাতুল নাইম বলেন, ‘আগে আমাদের যেমন আশ্বস্ত করা হয়েছিল, সচিবালয়ে এবারও সেই একইভাবে আশ্বস্ত করে বলা হয় যে এটা আদালতের রায়, এর এখতিয়ার বিচারকের। তারা আমাদের সরকারের ওপর বিশ্বাস ও আস্থা রাখতে বলেছেন।’

তিনি বলেন, ‘‘সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ আলমের পর আমরা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলে তিনি বলেন, আপনাদের ৬ হাজার ৫৩১ জনের মধ্যে কাউকেই বাদ দেওয়া হবে না। এরপর তো আমাদের আর কিছু বলার থাকে না’। আমরা উপদেষ্টা মহোদয়কে একটা কথাই বললাম যেন অতি দ্রুত আইনি প্রক্রিয়া শেষ করে আমাদের নিয়োগ প্রদান করা হয়। সরকারের পক্ষ থেকে আমাদের সবসময় শুধু আশ্বস্ত করা হচ্ছে। আগেরবার আমরা ঘরে ফিরে গিয়েছিলাম, কিন্তু এবার দাবি মানা না পর্যন্ত ঘরে ফিরব না। আমাদের কর্মসূচি চলমান থাকবে।’’

এদিকে, হাইকোর্টের সিদ্ধান্ত বাতিলে আগামীকাল বুধবার দুপুর ১২টা পর্যন্ত আলটিমেটাম ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়।

উল্লেখ্য, গতকাল সোমবার প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা শাহবাগ মোড় অবরোধ করলে জলকামান, সাউন্ড গ্রেনেড, লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এ সময় বেশ কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ/এইচআই

নিয়োগ বঞ্চিত প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ বঞ্চিত সুপারিশপ্রাপ্ত শিক্ষক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর