Tuesday 11 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দুর্নীতির দায়ে এমপি-মন্ত্রীদের হাত কর্তন করলে এদেশ চোরমুক্ত হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩০ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪২

পটুয়াখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম

পটুয়াখালী: জেলার রাঙ্গাবালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, অনেকে ভয় দেখায়, ইসলাম ক্ষমতায় আসলে যদি কেউ দুর্নীতি করে তাহলে তার হাত কর্তন করে দেওয়া হবে। যদি এমনই হতো তাহলে বাংলাদেশের নেতাদের হাত থাকবেই না। আসলে বাস্তবতা হলো ইসলাম সকল মানুষদের হাত কর্তনের নির্দেশ দেয় নাই। বাংলাদেশের মধ্যে যে এমপি-মন্ত্রীরা স্বভাবী চোর। এদের মধ্যে যদি একটির হাত কর্তন করা হয় তাহলে পুরো বাংলাদেশ চোরমুক্ত।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৫ টায় উপজেলা সদরের মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ‘‘আমি আমার ভাইদের বলব- ইসলামের বাহিরে থাকার কোনো সুযোগ নেই। মুসলমান থাকবে ইসলামের সঙ্গে। আর অন্যান্য ধর্মাবলম্বীরা থাকবে শান্তির লক্ষে। আপনারা দেখে থাকবেন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান মাঠে যুব কনভেনশনে বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব তার বক্তব্যে বলেছেন, কথা কাজে ঠিক পাই, পীর সাহেব চরমোনাই।’’

ছাত্র-জনতা আন্দোলনের স্মৃতি চারণ করে তিনি বলেন, ‘আজকে ন্যায্য দাবি আদায়ের জন্য রাজপথে ভবিষ্যৎ প্রজন্ম ও মেধাবী শিক্ষার্থীদের ঠাণ্ডা মাথায় গুলি করে পাখির মতো রাজপথে লুটিয়ে দেওয়া হয়েছে। আমরা বসে বসে দেখবো এটি হতেই পারে নাহ।’

আগামীর রাজনীতি নিয়ে আমির রেজাউল করিম বলেন, ‘আমারা গত ৫৩ বছর সংসদে যেতে পারিনি। কারণ, স্বার্থন্বেষী মহল আমাদের বোকা পেয়ে ধোঁকা দিয়েছে। ওরা ক্ষমতায় বসে ইসলাম আর ইসলামি দলের কথা ওদের মনে নেই। আমাদেরকে ব্যবহার করে ইসলামকে আর যেন ধ্বংস করতে না পারে সেদিকে লক্ষ রাখতে হবে। আমরা চাই বাংলার জমিনে ইসলাম বীরদর্পে বৃক্ষ রোপনের চেয়েও শক্তিশালী হয়।’

তিনি আরও বলেন, ‘আল্লাহ আজকে আমাদেরকে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার মতো তৌফিক দান করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছোট মনে করলে হবে না। যখন দেশে কোনো ষড়যন্ত্র হয় তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিবাদী হয়ে রাজপথে আওয়াজ তোলে তখন বদমাইশদের কলিজা থরথর করে কাপন ধরে।’

গণসমাবেশে উপস্থিত বক্তারা ‘শুধু নেতা পরিবর্তন নয় বরং নীতির পরিবর্তন চাই”—এই স্লোগানকে সামনে রেখে তারা ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

চরমোনাই পীর পটুয়াখালী পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর