দূষণ রোধে সারাদেশে অভিযান, ৪৩ লাখ টাকার জরিমানা
১১ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০০
ঢাকা: বায়ুদূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে সারাদেশে অভিযান চালিয়ে ৪২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমান আদালত মোট ১৫টি অভিযান চালিয়ে ২১ মামলায় এই জরিমানা আদায় করেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সারাদেশে এ অভিযান চালানো হয়।
লক্ষীপুর, কক্সবাজার, মাগুরা, কুমিল্লা, চট্টগ্রাম, সিরাজগঞ্জ, ফেনী, মেহেরপুর, গাজীপুর, কুড়িগ্রাম, নারায়ণগঞ্জ ও পিরোজপুর জেলায় ২১টি মামলার মাধ্যমে ৪২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ১০টি ইটভাটার কিলন ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং ৫টি ইটভাটার বিরুদ্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়। শরীয়তপুর ও বরগুনা জেলায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের অপরাধে দুটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। পাঁচটি মামলার মাধ্যমে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ২০১কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। দেশের বিভিন্ন দোকান মালিককে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।
বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুসারে, নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের অভিযোগে ঢাকা মহানগরের খিলগাঁও ও পল্টন এলাকায় দুটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। দুটি মামলার মাধ্যমে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকায় অবৈধভাবে পরিচালিত শাহপরান বিস্কুট কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এর কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।
পরিবেশ দূষণবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে বন পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সারাবাংলা/জেআর/এইচআই