কুয়াশাচ্ছন্ন সারাদেশ, রোদের দেখা নেই ঢাকাতেও
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১০:১৩ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৪
ঢাকা: বৃষ্টির প্রবনতা কাটিয়ে কুয়াশা জমেছে সারাদেশে। বিশেষ করে গত দুই দিন ধরেই উত্তরাঞ্চলে ঘন কুয়াশা পড়েছে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত ছিল।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশই কুয়াশাচ্ছন্ন বলে খবর পাওয়া গেছে। এমনকি রাজধানী ঢাকাতেও সকাল থেকে কুয়াশা। কুয়াশার কারণে ঢাকায় ১০টা পর্যন্ত রোদের দেখা পাওয়া যায়নি।
এদিকে বুধবার (১২ ফেব্রুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সে. কমতে পারে।
এদিকে কুয়াশার কারণে মানিকগঞ্জের দুই নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ। দুর্ঘটনা এড়াতে বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ পথে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এরপর নদীতে কুয়াশার পরিমাণ কমে যাওয়ার আড়াই ঘন্টা পর দুটি নৌ পথেই ফেরি চলাচল শুরু করা হয়।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, সপ্তাহের সময়ের প্রথমার্ধে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। এদিকে উপমহাদেশিয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। যে কারণে দুই বিভাগে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
সারাবাংলা/জেআর/এমপি