অস্ট্রেলিয়াকে সিরিজ জিতিয়ে দুঃসংবাদ পেলেন কুনেমান
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫০
শ্রীলংকার বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ জয়ের অন্যতম নায়ক তিনি। দুই টেস্টে ১৬ উইকেট নিয়ে বাঁহাতি স্পিনার ম্যাট কুনেমান আলো ছড়িয়েছেন সিরিজজুড়েই। তবে সিরিজ জয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই দুঃসংবাদ শুনলেন কুনেমান। লংকানদের বিপক্ষে সিরিজ চলার সময় তার বোলিং অ্যাকশন নিয়ে উঠেছে প্রশ্ন।
২০১৭ সাল থেকে অস্ট্রেলিয়ায় ঘরোয়া ক্রিকেট খেলছেন কুনেমান। জাতীয় দলের হয়ে অবশ্য খুব বেশি ম্যাচ খেলা হয়নি তার। সব মিলিয়ে এখন পর্যন্ত ৫টি টেস্ট ও ৪টি ওয়ানডে ম্যাচে মাঠে নেমেছেন এই স্পিনার। সব মিলিয়ে পেশাদার ক্রিকেটে কুনেমান খেলেছেন ১২৪টি ম্যাচ।
শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে কুনেমান নিয়েছেন ৯ উইকেট, পরের টেস্টে নেন ৭টি। দুই টেস্ট মিলিয়ে কুনেমান নিয়েছেন ১৬ উইকেট। তার দুর্দান্ত বোলিংয়েই ১৪ বছর পর লংকানদের মাটিতে টেস্ট সিরিজ জিতেছে অজিরা।
দীর্ঘ ৮ বছরের ক্রিকেট ক্যারিয়ারে আগে কখনোই কুনেমানের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠেনি। তবে গল টেস্টের দুই আম্পায়ার আদ্রিয়ান হোলস্টক ও জোয়েল উইলসন তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছেন। কুনেমানকে এখন আইসিসি অনুমোদিত কোনো ল্যাবে পরীক্ষা দিতে হবে।
পরীক্ষায় পাশ না করা পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে পারবেন না কুনেমান। পরীক্ষায় উৎরাতে ব্যর্থ হলে ক্রিকেটে নিষিদ্ধ হবেন তিনি। নতুন করে পরীক্ষা দিয়ে উতরে গেলেই কেবল ফিরতে পারবেন খেলায়।
সারাবাংলা/এফএম