Wednesday 12 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনগণ যাদের চাইবে, তারাই দেশ পরিচালনা করবে: ডা. জাহিদ

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫০ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ঢাকা: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, জনগণ যাদের চাইবে তারাই দেশ পরিচালনা করবে এবং জনগণের ইচ্ছার প্রকাশ ঘটবে জাতীয় সংসদে নির্বাচনের মাধ্যমে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) লন্ডনে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, জনগণই সিদ্ধান্ত নেবে কোন কোন জায়গায় সংস্কার করতে হবে, কতটুকু সংস্কার করতে হবে। জনগণই এই সিদ্ধান্ত নিবে এবং সিদ্ধান্ত হবে জাতীয় সংসদে।

তিনি আরও বলেন, এই দেশে আমরা ৬৯ এর গণঅভ্যুত্থান দেখেছি। এই দেশে আমরা একাত্তরের মুক্তিযুদ্ধ দেখেছি। এই দেশে আমরা ৯০ এর স্বৈরাচারী আন্দোলন দেখেছি। এ দেশে ২৪- এর ৫ আগস্ট অর্থাৎ ৩৬ জুলাইয়ের আন্দোলনও দেখেছি। মনে রাখতে হবে, সর্বশেষ কথা হচ্ছে জনগণের কাছে যাও। জনগণের মনের ভাষা বোঝার চেষ্টা করো।

‘জনগণ কী চায় সেটিই হচ্ছে সংবিধান’- এমন মন্তব্য করে ডা. জাহিদ বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটবে জাতীয় সংসদ নির্বাচনে এবং তার মাধ্যমে গৃহীত সংবিধান। কোনো অবস্থাতে কোনো ব্যক্তি কেন্দ্রিক বা গোষ্ঠী কেন্দ্রিক কোনো কিছু যদি চাপিয়ে দেওয়া হয়, এ দেশের মানুষ অতীতে কোনো দিন তা মেনে নেয়নি, নিবেও না।

তিনি বলেন, স্বৈরাচারী সরকার এরশাদ প্রশ্ন করেছিল কোথায় পদত্যাগ করব। এর চার ঘণ্টা পরেই তাকে পদত্যাগ করতে হয়েছে। ১৯৯০ সালের ৪ নভেম্বর এটা সবার মনে আছে নিশ্চয়ই। আর হাসিনা স্বৈরাচারও ৩ আগস্ট বলেছিল, অমুকের বেটি পালিয়ে যায় না। কিন্তু সত্যি দেখা গেল, ৫ আগস্ট কীভাবে পালিয়ে চলে গেলেন। তাই মনে রাখতে হবে, শেষ বিচারের মালিক উপরে আল্লাহ, নিচে জনগণ।

বিজ্ঞাপন

আল্লাহ আপনাদেরকে দিয়েছে সেই চেয়ারের বসে সুবিচার করার সুযোগ দিয়েছেন, তাই চেয়ারে বসার প্রতি পদক্ষেপ গ্রহণ করুন এবং নির্ধারিত সময়ের মধ্যে জনগণের মনের ভাষা বোঝার চেষ্টা করুন। সেভাবেই জনগণের সকল অধিকার এবং জনগণের চাওয়ার সকল সুযোগ সুবিধা ও ব্যবস্থা গ্রহণ করুন।

জাহিদ বলেন, কোন অবস্থাতেই ভাববেন না যে, আপনারা যা করছেন, আমরা বুঝতে পারছি না । আমরা সবই দেখতে পাই, সবই বুঝতে পারি। দেশের ৫৪৫টা উপজেলার মধ্যে দুইটা উপজেলা ৫ কোটি টাকা করে আপনারা বরাদ্দ দিয়ে তাদেরকে উন্নত করতে চান। এবং বৈষম্যের কথা বলেন, কিন্তু বৈষম্য দিয়েই শুরু করেন। এটি তো হওয়ার কথা ছিল না।

সময় থাকতে আপনারা জ্ঞানের লিখন পড়তে শিখুন। এবং জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়ার চেষ্টা করুন। আপনাদেরকে তখন দেশের মানুষ মনে রাখবে।

সারাবাংলা/এফএন/ইআ

ডা. এ জেড এম জাহিদ হোসেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর