ফ্যাসিবাদী আচরণ ও জুলাই আন্দোলন নিয়ে সালাম ফারুকের ২টি ছড়াগ্রন্থ
স্পেশাল করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১৫
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১৫
ঢাকা: সময়ের প্রতিবাদী ছড়াকার সালাম ফারুকের দু’টি ছড়াগ্রন্থ এসেছে এবারের অমর একুশে গ্রন্থমেলায়। জুলাই আন্দোলন এবং ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী আচরণের ঘটনাবলী নিয়ে লেখা ছড়াগ্রন্থ ‘১ দফার হয়নি কবর’ প্রকাশ করেছে চৈতন্য।
৫২টি ছড়া এবং জুলাই আন্দোলনের পক্ষে ফেসবুকে দেওয়া ছান্দসিক পোস্টের সমন্বয়ে রচিত বইটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। বইটির প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি। বইটি উৎসর্গ করা হয়েছে ঐতিহাসিক পল্টনের ছড়া’র জনক আবু সালেহকে।
‘বৈষম্যের দিনগুলো’ নামে অপর বইটি করেছে ভাষাতরী প্রকাশন। আওয়ামী লীগ সরকারের আমলে সরকার সংশ্লিষ্ট রাজনীতিবিদ ও সুবিধাবাদীদের বৈষম্যমূলক আচরণের সমালোচনা করে বিভিন্ন সময় প্রকাশিত ও অপ্রকাশিত ৬৪টি ছড়া ঠাঁই পেয়েছে এতে। আইয়ুব আল আমিনের করা প্রচ্ছদের এ বইটিরও দাম রাখা হয়েছে ২০০ টাকা।
সারাবাংলা/জিএস/ইআ