Wednesday 12 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুগদায় চুরির অপবাদে নারীকে পিটিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:২৮ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০২

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মুগদার মানিকনগর এলাকায় চুরির অপবাদ দিয়ে আয়েশা বেগম (৫৫) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে মুগদা হাসপাতাল থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

এর আগে, সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে প্রতিবেশীরা চুরির অপবাদে মারধর করেন ওই নারীকে। পরে আহত অবস্থায় তাকে মুগদা হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা। সেদিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মুগদা থানার উপ পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। মামলা প্রক্রিয়াধীন আছে।

এদিকে মৃত আয়েশা বেগমের মেয়ে রুমী আক্তার বলেন, তাদের বাড়ি কুমিল্লা জেলার মেঘনা উপজেলার বুইড়ার চড় গ্রামে। বাবা শফিক অনেক আগেই মারা গেছেন। তার মা আয়েশা বেগম বর্তমানে মুগদার মান্ডা প্রথমগলি চাঁন মসজিদ সংলগ্ন একটি বাসায় ভাড়া থাকতেন এবং ওই এলাকাতে শাকসবজি বিক্রি করতেন।

মেয়ে রুমি আক্তার বলেন, ‘মানিকনগর প্রফেসার গলির একটি বাসা থেকে গত কয়েকদিন আগে এক লাখ টাকা চুরি হয়। বিষয়টি জানতে গত সোমবার সকালে আমি ওই বাসায় যাই। ওই বাসার লাকি, পপি,সাথী, পাপিয়া কয়েক বোন আমাকে সন্দেহ করে এবং আমাকে চাল পরা খাওয়াবে বলে পরে আসতে বলে। সোমবার দুপুরের দিকে আমার মা আয়েশা ওই বাসায় গেলে, লাকি, পপি,সাথী, পাপিয়া ও তারা কয়েক বোন মিলে আমার মাকে কিল, ঘুষি মারে। পরে পিটিয়ে আহত করে। জানতে পেরে ওই বাসা থেকে আমার মাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি। আমার মাকে বিনা দোষে হত্যা করেছে। আমরা এর সঠিক বিচার চাই।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ

চুরির অপবাদে হত্যা নারীকে পিটিয়ে হত্যা মুগদা

বিজ্ঞাপন

ভোটার হালনাগাদে খরচ ৬৯ কোটি টাকা
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫৫

আরো

সম্পর্কিত খবর