Wednesday 12 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির উদারতায় জামায়াত রাজনীতির সুযোগ পেয়েছে: রিজভী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৩ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৭

রাজশাহীর বাগমারা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি শহিদ অধ্যাপক আব্দুল ওয়াহেদ মণ্ডলের স্মরণসভায় অ্যাড. রুহুল কবির রিজভী

রাজশাহী: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির উদারতার কারণে এদেশে জামায়াত রাজনীতি করার সুযোগ পেয়েছে। স্বাধীনতার পর শেখ মুজিব জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করেছিল। কিন্তু আমরা বারবার দেখেছি তারা একটি জিনিস করতে পারে সেটা হলো মুনাফেকি।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহীর বাগমারা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি শহিদ অধ্যাপক আব্দুল ওয়াহেদ মণ্ডলের স্মরণসভায় তাহেরপুর হাইস্কুল মাঠে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তাহের পৌর বিএনপি এই স্মরণসভার আয়োজন করে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘‘আমরা জামায়াতকে সমর্থন করি না। সব সময় এই দলটি মুনাফেকি করেছে। মুনাফেকি ছাড়া তারা কিছু করেনি। যে দল ছাত্র জনতার ওপর গুলি করেছে, হত্যা করেছে নির্বিচারে। জামায়াত বলে বসল, তারা আওয়ামী লীগকে মাফ করে দেবে। আবু সাঈদ, মুগ্ধর রক্তকে কিভাবে মাফ করবেন?’’

তিনি আরও বলেন, ‘যে অন্যায় করে তার চক্রে কোনোভাবে পড়ে যেতে হয়। শেখ হাসিনা নিজেকে মনে করেছিল খুন-গুম, হামলা ও মামলা দিয়ে পার পেয়ে যাবে। কিন্তু তার আশ্রয় এখন হয়েছে ভারতে।’

আওয়ামী লীগের ১৬-১৭ বছরের নানান অনিয়ম দুর্নীতি, খুন, গুম ও লুটপাট তুলে ধরে তিনি বলেন, ‘জনগণ শেখ হাসিনার নাম দিয়েছিল মাফিয়া হাসিনা। শেখ হাসিনা নিজের ও আত্মীয় স্বজনদের নামে প্লট নিয়েছেন। তাদের পুরো পরিবারের বিরুদ্ধে এখন তদন্ত হচ্ছে। বিদেশে টিউলিপের দুর্নীতির অভিযোগে তদন্ত হচ্ছে। এ দেশের আইন আদালত হাতের মুঠোয় নিয়ে অপরাধ করে পার পাওয়া যায় কিন্তু বিদেশে নয়।’

বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশ টিকে থাকুক, মাথা উঁচু করে দাঁড়াক শেখ হাসিনা তা চাননি। ইয়াবা চোরাচালানের সঙ্গে জড়িত শেখ হাসিনাসহ তার মন্ত্রী পরিষদের সদস্যরা। শেখ হাসিনা উন্নয়নের নামে পদ্মাসেতু, মেট্রোরেল করেছেন শুধু টাকা মারার জন্য। ভোট কেন্দ্রে ভোটার না যেয়ে সরকারকে একমাত্র স্বীকৃতি দিয়েছে ভারত। শেখ হাসিনা অবৈধ, তার পাসপোর্টের বৈধতা নেই তারপরও শেখ হাসিনাকে বৈধতা দিচ্ছে। ভারত যদি জামায়াতের কাছে অত্যন্ত প্রিয় হয়ে যায় তা হলে সেটা হবে অত্যন্ত দুঃখজনক।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে গণতন্ত্র নিশ্চিত করতে পারলে ছাত্র-জনতার ত্যাগ কিছুটা শোধ হবে। জিয়াউর রহমান যেদিন খাল কাটার বিপ্লব করেছিলেন, সেদিন থেকে এদেশ দাঁড়াতে শিখেছে। এদেশ কারো কাফেলার হবে না। আমরা নিজে চলতে চাই।’

তাহেরপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আলিম বাবুর সঞ্চালনায় তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আ.ন.ম. সামসুর রহমান মিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি রাজশাহীর স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ড. রফিকুল ইসলাম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাইদ চাঁদ, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. এরশাদ আলী ইশা, মহানগর বিএনপি’র যুগ্ম-আহবায়ক নজরুল হুদা, রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ডি.এম জিয়াউর রহমান, বাগমারা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন, ভবানীগঞ্জ পৌর বিএনপি সভাপতি আব্দুর রাজ্জাক। এ ছাড়াও রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মোলাম মোস্তফা মামুনসহ রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এইচআই

বিএনপি রাজশাহী রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন

ডিএনসিসির নতুন প্রশাসক মোহাম্মদ এজাজ
১২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৩

ভাঙা ট্রলিই সচল রেখেছে বেলালের জীবন
১২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৩

জুটি হলেন সোহেল মণ্ডল ও তানিয়া
১২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৮

আরো

সম্পর্কিত খবর