Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাশেমের মরদেহ নিয়ে ঢাবিতে কফিন মিছিল, আ.লীগকে নিষিদ্ধের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩৬ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০৬

কাশেমের লাশ নিয়ে ঢাবিতে কফিন মিছিল

ঢাকা: গাজীপুরে সন্ত্রাসীদের হামলার ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবুল কাশেম। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় শহিদ মিনারে তার জানাজা শেষে লাশের কফিন নিয়ে মিছিল বের করা হয়।কফিন মিছিল থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন সর্বস্তরের ছাত্র-জনতা।

এ সময় তারা- ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘আমার ভাই কফিনে, খুনি কেন বাহিরে’, ‘ছাত্র-জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘হৈ হৈ রৈ রৈ, খুনি হাসিনা গেলি কই’, ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

বিজ্ঞাপন

আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কাশেমের মৃত্যুর ঘটনায় সারাদেশের প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রামে একই সময়ে (আজ রাত ৯টা) আবুল কাশেমের গায়েবানা জানাজা এবং আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাটিয়া মিছিল করার ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতারা।

এদিন, বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কিশোর আবুল কাশেম। পরে ফেসবুকে দেওয়া এক পোস্টে তার জানাজার সময় ও কফিন মিছিলের কথা জানান বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

সারাবাংলা/এমএইচ/এইচআই

আবুল কাশেম কফিন মিছিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর