Friday 28 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০৩৪ ফুটবল বিশ্বকাপ
সৌদি বিশ্বকাপ হবে ‘অ্যালকোহল মুক্ত’

স্পোর্টস ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩৫ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪০

সৌদি বিশ্বকাপে থাকছে না অ্যালকোহল পণ্য

২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজক হিসেবে কিছুদিন আগেই সৌদি আরবের নাম ঘোষণা করেছে ফিফা। দেশটিতে বিশ্বকাপ আয়োজন নিয়ে তখন থেকেই চলছে নানা আলোচনা। এসব আলোচনার মধ্যেই সৌদির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বিশ্বকাপে থাকবে না কোনো ধরনের অ্যালকোহলযুক্ত পণ্য।

মুসলিম দেশটিতে কঠোরভাবে নিষিদ্ধ অ্যালকোহল। সৌদি আরবে অ্যালকোহল বিক্রয় ও ক্রয় উভয়ই দণ্ডনীয় অপরাধ। বিশ্বকাপের সময়ও এই নিয়ম বহাল থাকবে বলেই জানিয়েছেন যুক্তরাজ্যে সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বন্দর আল সৌদ।

বিজ্ঞাপন

খালিদ বলছেন, বিশ্বকাপে মাঠে কিংবা মাঠের বাইরে অ্যালকোহল নিষিদ্ধ করবেন তারা, ‘এই মুহূর্তে আমরা অ্যালকোহল নিষিদ্ধের পক্ষেই আছি। এটা ছাড়াই অনেক আনন্দ করা যায়। আনন্দের জন্য অ্যালকোহলের কোনো দরকারই নেই। আমাদের মতো শুষ্ক দেশে অ্যালকোহলের কোনো প্রয়োজনীয়তাও নেই।’

বিশ্বকাপ উপভোগ করতে আসা দর্শককে সৌদি আরবের সংস্কৃতিকে সম্মান করার আহ্বান জানিয়েছেন খালিদ, ‘প্রত্যেক দেশের নিজস্ব সংস্কৃতি আছে। আমরা সব সংস্কৃতির মানুষকে আমন্ত্রণ জানাতে প্রস্তুত। কিন্তু তাদের আমাদের দেশের নিয়মকে সম্মান করতে হবে। আমরা বাইরের কারো জন্য নিজেদের সংস্কৃতি বদলে ফেলব না। অ্যালকোহল ছাড়াও তো বেঁচে থাকা যায় তাই না?’

২০২২ কাতার বিশ্বকাপের আগেও উঠেছিল একই ইস্যু। প্রথমে অ্যালকোহল নিষিদ্ধ করার কথা বলা হলেও শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে কাতার। হোটেল ও বিশেষ ফ্যান জোনে অ্যালকোহল গ্রহণের অনুমতি পান সমর্থকরা।

সারাবাংলা/এফএম

২০৩৪ ফুটবল বিশ্বকাপ অ্যালকোহল সৌদি আরব

বিজ্ঞাপন

পদত্যাগ করলেন শিল্পকলার ডিজি
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২৫

সাঙ্গ হলো প্রাণের মেলা
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০৬

আরো

সম্পর্কিত খবর