পূর্বের নামে ফিরেছে পঞ্চগড় রেলওয়ে স্টেশন, বদলে গেছে কোডও
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১৮
পঞ্চগড়: জুলাই অভ্যুত্থানের প্রায় ছয় মাস পর নাম পরিবর্তন হলো পঞ্চগড় রেল স্টেশনের। নাম পরিবর্তনের সঙ্গে বদলে গেছে স্টেশনের কোডও।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে প্রবেশ করে প্রকাশিত নোটিশের নাম পরিবর্তনের বিষয়টি দেখা যায়।
নোটিশে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল জোনের দুটি ও পশ্চিমাঞ্চল জোনের একটি স্টেশনের নাম ও কোড পরিবর্তন হয়েছে। তাই বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন কোড BMSM এর স্থলে পঞ্চগড় স্টেশন কোড PCGH দেখা যায়। অপর দুটি পরিবর্তিত স্টেশন হচ্ছে অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার ও উমেদ নগর স্টেশন।
এদিকে স্টেশনের নাম পরিবর্তন হওয়ার খবরে গতকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকে পোস্ট দিয়েছেন। জুলাই অভ্যুত্থানের পর থেকে স্টেশনের নাম পরিবর্তন দাবি জানিয়ে আসছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ স্থানীয় অনেকেই।
জানা যায়, ব্রিটিশ আমলে পাবর্তীপুর-রুহিয়া ও পাকিস্তান সময়ে ১৯৬৭ সালে রুহিয়া-পঞ্চগড় রেললাইনটি তৈরি হয়। আওয়ামী লীগ সরকার টানা ১৭ বছরের শাসনামলের সময় পঞ্চগড়-২ আসন থেকে টানা চারবার সংসদ নির্বাচিত হন জেলা আ.লীগের সভাপতি ও সাবেক রেলমন্ত্রী এডভোকেট নুরুল ইসলাম সুজন। রেলমন্ত্রী থাকার সময় ২০১৯ সালে স্টেশনটির নাম পরিবর্তন করে নতুন করে ‘বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন’ রাখা হয়। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ছিলেন রেলমন্ত্রীর এডভোকেট মো. নুরুল ইসলাম সুজনের বড় ভাই।
কিন্তু ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনে পর ষ্টেশনের নাম পরিবর্তন দাবি উঠে৷ এর ফলশ্রুতিতে সরকারি নীতিমালা ও নাম পরিবর্তন সংক্রান্ত সিদ্ধান্ত পূণরায় বিবেচনা করা হয়। স্থানীয় জনগণের দাবিও ও স্থানীয় ঐতিহ্য রক্ষার কথা মাথায় রেখে স্টেশনের নাম আবার পূর্বের নামে পঞ্চগড় রেলওয়ে স্টেশনে ফিরে আসে।
বর্তমানটি এই রেলস্টেশন থেকে পঞ্চগড় এক্সপ্রেস, দোলনচাঁপা, দ্রুতযান, বাংলাবান্ধা ও একতা এক্সপ্রেস নিয়মিত চলাচলা করছে৷ ঢাকা থেকে সবচেয়ে দূরবর্তী স্টেশন হচ্ছে এই পঞ্চগড় রেলওয়ে স্টেশনটি।
সারাবাংলা/এমপি