Thursday 13 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জাতিসংঘের রিপোর্টে প্রমাণ হয়েছে হাসিনা একজন ফ্যাসিস্ট’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩৫ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৭

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা: ‘জাতিসংঘের রিপোর্টে প্রমাণিত হয়ে গেছে যে, হাসিনা একজন ফ্যাসিস্ট’- এমনটিই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রকাশিত প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘‘আমি ধন্যবাদ জানাতে চাই জাতিসংঘের যে পর্যবেক্ষণ কমিটি এসেছিলে তাদের। তারা সঠিকভাবে বলেছেন যে, ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সমস্ত হত্যাকাণ্ড ঘটেছে। যে গণহত্যা হয়েছে তার নির্দেশে হয়েছে এবং যত মানবাধিকার লঙ্ঘন যা কিছু হয়েছে সব তার নির্দেশে হয়েছে। গণতন্ত্রকে ধবংস করে দেওয়া, ইনসটিটিউশগুলো ধ্বংস করে দেওয়ার বিষয়টিই জাতিসংঘের রিপোর্টে উঠে এসেছে যে। এগুলো তার (শেখ হাসিনা) নির্দেশেই হয়েছে।’’

তিনি বলেন, ‘‘এটা প্রমাণিত হয়ে গেছে যে, হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এদেশের মানুষের ওপর অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, হত্যা করেছেন এবং তাকে (শেখ হাসিনা) অবিলম্বে ভারত সরকার বাংলাদেশ সরকারের হাতে ফেরত দেবে এবং তাকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। তাকে এবং তার সহযোগী যারা ছিল তাদের সবাইকে ফেরত দেবে- এটাই আমাদের প্রত্যাশা।”

মির্জা ফখরুল বলেন, ‘‘এই প্রতিবেদন প্রকাশ হওয়ায় আমরা স্বস্তি প্রকাশ করছি যে, সত্য যেসব ঘটনা ঘটেছে সেগুলো আজকে উঘাটন হয়েছে। প্রবলেমটা হচ্ছে যে, জাতিসংঘ যখন বলে তখন আমরা সেগুলো সবাই বিশ্বাস করি। যখন আমরা রাজনৈতিক দলগুলো বলি তখন অনেকেই বিশ্বাস করতে চায় না। যাই হোক আমি জাতিংসংঘের পপর্যবেক্ষণ যে টিম এসেছিল তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।”

বিজ্ঞাপন

এর আগে, বৃহস্পতিবার সকাল ১১টায় যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যান গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যায়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এক ঘণ্টা বৈঠক শেষে তিনি বেরিয়ে গেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘‘বৃটিশ ডেপুটি হাইকমিশনার আজকে এখানে এসেছিলেন। এটা পূর্বনির্ধারিত ছিল। আজকে আবার কাকতালীয়ভাবে বৃটিশ হাইকমিশনার সারাহ কুক আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে সঙ্গে লন্ডনে দেখা করবেন। কিছুক্ষণ পরেই এই মিটিং হবে। আজকের এই মিটিংটা পূর্বে নির্ধারিত ছিল, বৃটিশ হাইকমিশনার নেই সে জন্য ডেপুটি এসেছেন। আমাদের মধ্যে রুটিন আলোচনা হয়েছে। বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক অবস্থা, বর্তমান অন্তবর্তী সরকার যে পদক্ষেপগুলো নিয়েছেন সেগুলো সম্পর্ক এবং কবে নির্বাচন হচ্ছে প্রভৃতি বিষয়গুলো সম্পর্কে তারা জানতে চেয়েছেন।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘গুম হওয়া, হত্যা করা পার্টিকুলার কোনো দল নয়, এখানে (আয়না ঘরে) বাংলাদেশের মানুষকে গুম করা হয়েছে, বাংলাদেশের মানুষকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। এই কথাগুলো আমরা প্রথম থেকেই বলে আসছি। যখন আয়না ঘরের রিপোর্টটা বের হয় আল-জাজিরাতে, তখন কিন্তু এটা পুরোপুরি ডিনাই করেছে তারা। কিন্তু প্রথম থেকেই এই কাজগুলো হচ্ছিল।”

তিনি বলেন, ‘‘আপনার মানুষকে তুলে নিয়ে মিথ্যা অপবাদ দিচ্ছে জঙ্গি, সে জঙ্গি সংগঠন করছে এই ধরনের কথা বলে আটক করে নির্যাতন করে তাদের কাছ থেকে বিভিন্ন কথা বের করার চেষ্টা করেছে। কিছু লোককে তারা রেখে দিয়েছিল যে, বিভিন্ন সময়ে তাদেরকেই দিয়ে জঙ্গি নাটক সাজাবে, ভুলে গেছেন নাকি আপনারা। একেকটা বাড়িতে জঙ্গির টেনিং হচ্ছে, পড়াশোনা হচ্ছে, জঙ্গিবাদ তৈরি করা হচ্ছে, বোম তৈরি করা হচ্ছে এসব দেখিয়েছে। কিন্তু আজকে প্রমাণিত হয়ে গেলো যে, আমরা যে কথাগুলো বলেছি সেগুলো সত্যি।’’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/ইআ

ফ্যাসিস্ট মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ হাসিনা

বিজ্ঞাপন

'আমাকে কিং বাবর ডাকা বন্ধ করুন'
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৬

রমজানে সহনশীল থাকবে ডিম ও মাংসের দাম
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৪

আরো

সম্পর্কিত খবর