নিখোঁজের ২৩ দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আসামির বাড়িতে অগ্নিসংযোগ
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৩ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৬
মুন্সীগঞ্জ: অপহরণ মামলার আসামি জিহাদের (১৯) বাড়ির পাশের পুকুর থেকে নিখোঁজের ২৩ দিন পর অটোরিকশাচালক স্কুলছাত্র রোমান শেখের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রধান আসামির বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুদ্ধরা।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের ছয়গাঁও গ্রামের আসামি জিহাদের বসতবাড়ি সংলগ্ন পুকুর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রোমান শেখ কাঠমিস্ত্রি মিরাজ শেখের ছেলে। সে নবম শ্রেণির ছাত্র ছিলেন। পড়াশোনার পাশাপাশি রোমান অটোরিকশা চালিয়ে পরিবারের খরচে সহযোগিতা করত।
সহকারি পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) ইমরান খান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ সময় বিক্ষুদ্ধরা আসামির ঘরবাড়ি ভাঙচুর করে। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি উপজেলার কোলা ইউনিয়নের থৈরগাঁও এলাকা থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হয় রোমান। এ ঘটনায় ২৫ জানুয়ারি ৩ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করে পরিবার। পুলিশ ওই তিন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যম্যে কারাগারে পাঠায়। বুধবার (১২ ফেব্রুয়ারি) নিখোঁজ রোমানের সন্ধান চেয়ে মানববন্ধন করে স্থানীয়রা। পরে তারা সিরাজদিখান থানায় হামলা ও ভাঙচুর করে। হত্যার পর গুম করতে মরদেহ বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেয় হত্যাকারীরা।
সারাবাংলা/এসআর
আসামির বাড়িতে অগ্নিসংযোগ মুন্সীগঞ্জ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার