৩১৫০ কোটি আয়ে সবাইকে ছাড়িয়ে রোনালদো
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫৭
বয়স ৪০ পেরিয়ে গেলেও মাঠে তিনি এখনো আগের মতোই অপ্রতিরোধ্য। শুধু মাঠে নয়, মাঠের বাইরেও ক্রিশ্চিয়ানো রোনালদো ছাড়িয়ে গেছেন অন্য সবাইকে। ৩ হাজার কোটি টাকার বেশি আয় করে ২০২৪ সালের সর্বোচ্চ আয় করা অ্যাথলেট হয়েছেন সিআর সেভেন।
আল নাসরে যোগ দেওয়ার পর শিরোপা না জিতলেও গোলের একের পর এক রেকর্ড গড়েছেন রোনালদো। মাঠের সাফল্যের পাশাপাশি মাঠের বাইরেও দুহাত ভরে আয় করেছেন তিনি। ২০২৪ সালে রোনালদোর মোট আয় ২৬ কোটি ডলার, বাংলাদেশি টাকায় যা প্রায় ৩১৫০ কোটি টাকা। এর মাঝে আল নাসর থেকে পারিশ্রমিক বাবদ তিনি পেয়েছেন ২১ কোটি ৫০ লাখ ডলার। বাকি সাড়ে চার কোটি ডলার এসেছে বিভিন্ন স্পনসর থেকে।
রোনালদো টানা ৮ বছর ১০ কোটি ডলারের বেশ আয় করলেন। গত বছর তার আয় ছুঁয়েছিল ২০ কোটি ডলার। অভিষেকের পর এখন পর্যন্ত রোনালদোর মোট আয় ১৮০ কোটি ডলারেরও বেশি।
সর্বোচ্চ আয়ের দিক দিয়ে রোনালদোর পরেই আছেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা স্টিভেন কারি। তিনি আয় করেছেন ১৫.৩৮ কোটি ডলার। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন ইংলিশ বক্সার টাইসন ফিউরি, তার আয় ছিল ১৪.৭০ কোটি ডলার।
লিওনেল মেসি আছেন এই তালিকার চতুর্থ স্থানে। ইন্টার মায়ামির হয়ে খেলা মেসি ২০২৪ সালে আয় করেছে ১৩.৫০ কোটি ডলার। তালিকার ছয় নম্বরে আছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ২০২৪ সালে তার আয় ছিল ১৩.৩০ কোটি ডলার।
সারাবাংলা/এফএম