Thursday 13 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রী হত্যার দায়ে সিরাজগঞ্জে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৪ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৭

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত স্বামী শ্রী রুপ কুমার চন্দ্র সরদার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী শ্রী রুপ কুমার চন্দ্র সরদারকে (৩১) আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত শ্রী রুপ কুমরা চন্দ্র সরদার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিনোদবাড়ি গ্রামের শ্রী গোপাল চন্দ্র সরদারের ছেলে।

সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট মাসুদুর রহমান এতথ্য নিশ্চিত করে বলেন, মামলার তিন আসামির মধ্যে আদালতে দুই আসামি উপস্থিত ছিলেন। একজনকে আমৃত্যু কারাদণ্ড ও আসামি শ্রীমতী ভাজেল রানী সরদারকে বেকসুর খালাস দিয়েছে আদালত। মামলা চলাকালে অপর আসামি শ্রী শ্যামল চন্দ্র সরকারের মৃত্যু হওয়ায় তাকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০১৬ সালে শ্রী রুপ কুমার চন্দ্র সরদারের সঙ্গে বগুড়া জেলার শেরপুর থানার দলিল গ্রামের শ্রী অনিল চন্দ্র সারদারের মেয়ে ববিতা রানী সরদারের বিয়ে হয়। বিয়ের পর থেকে অনিল রুপ কুমার এক লাখ টাকা যৌতুকের জন্য তার স্ত্রীকে নির্যাতন করে আসছিল। এরই জেরে ২০১৬ সালের ৯ নভেম্বর স্বামী রুপ কুমার তার স্ত্রীকে গলায় রশি পেচিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে ৪জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা চলাকালে ১১ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) আদালত শ্রী রুপ কুমার চন্দ্র সরদারকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

কারাদণ্ড সিরাজগঞ্জ স্ত্রী হত্যা

বিজ্ঞাপন

‘বসন্ত এসে গেছে’
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০৮

আরো

সম্পর্কিত খবর