তোপের মুখে নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালকের পদত্যাগ
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১২ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৬
ঢাকা: অবশেষে পদত্যাগ করলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে কাজী দীন মোহাম্মদ নিজেই পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেন।
দীন মোহাম্মদ স্বাস্থ্য উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিলে সেটা গ্রহণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।
জানা গেছে, গত বুধবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ন্যাশনাল ডক্টরস ফোরামসহ (এনডিএফ) বৈষম্যবিরোধী চিকিৎসকদের দাবির মুখে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন কাজী দীন মোহাম্মদ।
আজ বা কালকের মধ্যে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে নতুন পরিচালক নিয়োগ দেওয়া হবে।
গত চার মাসে আগে নিউরোসায়েন্সেস হাসপাতাল (নিন্স) থেকে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নেতা অধ্যাপক ডা. গুরুদাস মন্ডলকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়। সম্প্রতি তাকে আবার এই হাসপাতালে ফিরিয়ে আনা হলে চিকিৎসকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
এই আদেশের প্রতিবাদ ও বাতিলের দাবিতে গত ১২ ফেব্রুয়ারি সকালে হাসপাতালের ৪০২ নম্বর কক্ষে কর্মসূচিতে মিলিত হন চিকিৎসকরা। সেখানে চতুর্থ শ্রেণির কর্মচারী আউটসোর্সিংয়ের লোকজন তাদের অবরুদ্ধ করে হামলা চালায়। হামলায় তিন চিকিৎসকসহ ১০ জন আহত হন।
হামলাকারীরা নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের অনুগত বলে অভিযোগ ওঠে। এর পরই হাসপাতালের নিয়মিত অস্ত্রোপচার বন্ধ ঘোষণা করেন চিকিৎসকরা। এ সময় তারা পরিচালক ডা. কাজী দীন মোহাম্মদ ও যুগ্ম পরিচালক বদরুল আলমকে অপসারণ করার দাবি জানান।
সারাবাংলা/এমএইচ/পিটিএম
টপ নিউজ ডা. কাজী দীন মোহাম্মদ নিউরোসায়েন্স হাসপাতাল পদত্যাগ পরিচালক