Thursday 13 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়েটে শুরু আন্তর্জাতিক সম্মেলন, অংশ নিচ্ছেন ১৫ দেশের গবেষকরা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২০ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৮

চুয়েটে আন্তর্জাতিক সম্মেলন। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ইলেকট্রিক্যাল, কম্পিউটার ও কমিউনিকেশন প্রকৌশল বিষয়ে তিনদিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। এতে ১৫টি দেশ থেকে আসা গবেষক ও বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) চুয়েটের আইটি বিজনেস ইনকিউবেটরে তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের আয়োজনে এ সম্মেলনের উদ্বোধন করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘বর্তমান বিশ্বে এগিয়ে যেতে হলে তথ্যপ্রযুক্তিতে অগ্রসর থাকতে হবে। এ বিষয়ে নতুন জ্ঞান ও উদ্ভাবনে নিরন্তর চেষ্টা থাকতে হবে। এজন্য দক্ষ গবেষক ও বিশেষজ্ঞদের নিয়ে আয়োজিত এ ধরনের কনফারেন্স গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।’

তিনি আরও বলেন, ‘নতুন গবেষকদের নিয়ে আমরা আশাবাদী। তাদের হাতে ভবিষ্যতের বিজ্ঞান ও প্রযুক্তি এগিয়ে যাবে। এ ধরনের কনফারেন্স নতুনদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিবে বলে আমার বিশ্বাস।’

চুয়েটের তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আরও বক্তব্য রাখেন, চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া, ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আইইই) বাংলাদেশ সেকশনের সভাপতি ও চুয়েটের আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক এবং ইউজিসি’র হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রজেক্টের পরিচালক ও চুয়েটের সিএসই বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনদিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনে ১৫টির বেশি দেশ থেকে গবেষক ও বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। এতে ৫টি মূল প্রবন্ধ এবং ৪টি আমন্ত্রিত প্রবন্ধ উপস্থাপনের কথা রয়েছে। সম্মেলনে মোট ১১৮৮টি পেপারের মধ্যে ৫২৭টি রিসার্চ পেপার উপস্থাপিত হবে। এর মধ্যে ২৬৩টি অনলাইন প্রেজেন্টেশন এবং ২৬৪টি অফলাইন প্রেজেন্টেশন।

সারাবাংলা/আরডি/এমপি

গবেষক ও বিশেষজ্ঞ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)

বিজ্ঞাপন

নলছিটি থানার সেই এসআইকে বদলি
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪৭

বইমেলায় ‘৩৬ জুলাই’ স্টল
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২৬

বই কেনার চেয়ে ছবি তোলায় আগ্রহ বেশি
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫০

আরো

সম্পর্কিত খবর