Thursday 13 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্দোলনে নিহত
৭ মাস মর্গে পড়ে থাকার পর যুবকের পরিচয় শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২২:০৮ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২২:০৯

নিহত হাসান। ছবি: সারাবাংলা।

ঢাকা: সাত মাস মর্গে পড়ে থাকার পর ডিএনএ পরীক্ষায় শনাক্ত হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত এক যুবকের মরদেহ। ওই যুবকের নাম হাসান (২০)।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হাসানের মরদেহ পরিবারের কাছে লিখিতভাবে হস্তান্তর করা হয়। তবে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত মরদেহ মর্গে থাকবে। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে হাসানের জানাজা হবে। জানাজা শেষে গণহত্যার বিচারের দাবিতে কফিন মিছিল হবে।

বিজ্ঞাপন

নিহত হাসান ভোলা সদর উপজেলার কাছিয়া সাহা মাদার গ্রামের মনির হোসেনের ছেলে। সে যাত্রাবাড়ি সুতিখালপাড় বালুর মাঠ এলাকায় থাকতো। তিনি গুলিস্তানের এরশাদ মার্কেটের একটি ইলেক্ট্রিক দোকানে কাজ করতেন। দুই ভাই দুই বোনের মধ্যে হাসান ছিল বড়। ৫ আগষ্ট বিকালে সুতিখালপাড়ের বাসা থেকে বের হয়ে হাসান আর বাসায় ফিরেনি। বিভিন্ন হাসপাতালে খুজেও তার সন্ধান পাওয়া যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিহত হাসানের বাবা মনির হোসেন বলেন, ‘গত ১২ জানুয়ারি দুপুরে আমার ভাই ও হাসানের খালা ঢাকা মেডিকেল কলেজ মর্গে হাসানের মরদেহ শনাক্ত করেন। ১৩ জানুয়ারি যাত্রাবাড়ি থানার মাধ্যমে আদালতের নির্দেশে মালিবাগ সিআইডি অফিসে হাসানের মা গোলেনুর বেগম ডিএনএ নমুনা দেয়। বুধবার ১২ ফেব্রুয়ারি আমাদের জানানো হয় হাসানের ডিএনএ’র সঙ্গে আমাদের ডিএনএ মিলে গেছে। খবর পেয়ে আমারা মরদেহ নিতে আসি।’

তিনি জানান, সমন্বয়করা আমাদের জানিয়েছে আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে হাসানের জানাজা হবে। এরপর মরদেহ গ্রামের বাড়ি নিয়ে দাফন করা হবে।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ মর্গের ইনচার্জ রামু চন্দ্র দাস বলেন, ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহত একটি মরদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হয়েছে। রাতেই লিখিতভাবে মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে আগামীকাল শুক্রবার তারা মরদেহ নিয়ে যাবে বলে জানান। এখন পর্যন্ত এক নারীসহ আরও ছয়জনের মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। সবগুলো মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। ডিএনএ পরীক্ষায় মরদেহ শনাক্ত করে হস্তান্তর করা হবে।

যাত্রাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোরশেদ আলম বলেন, গত ১৩ জানুয়ারি স্বজনদের ডিএনএ নমুনা নেওয়া হয়। গতকাল বুধবার একটি মরদেহের সঙ্গে ডিএনএ নমুনা মিলে যায়। বৃহস্পতিবার রাতেই লিখিতভাবে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

সারাবাংলা/এসএসআর/এসআর

গুলিতে নিহত ঢাকা মেডিকেল কলেজ মর্গ নিহত হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভোলা মর্গে থাকা যুবকের পরিচয় শনাক্ত

বিজ্ঞাপন

পবিত্র শবে বরাত আজ
১৪ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০৯

আরো

সম্পর্কিত খবর